ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে সমস্ত কাজে সাধারণত দু'হাত ব্যবহৃত হয়,সেটাকে আ'মলে কাছির বলে,যেমন লুঙ্গী বাঁধা ও পাগড়ী বাঁধা।ঐ সমস্ত কাজ যদি একহাত দ্বারাও করা হয় তবে ও তা আ'মলে কাসির বলে গণ্য হবে।
এবং যেই সমস্ত কাজ সাধারণত একহাত দ্বারা করা হয়,সেই সমস্ত কাজকে যদি তখন দুই হাত দ্বারাও করা হয়, তবে তাকে আ'মলে কাছির বলা যাবে না বরং তাকে আ'মলে ক্বালিল-ই বলা হবে, যতক্ষণ না তা তিন হরকত পরিমাণ হয়।যেমন লুঙ্গী খোলা,ও টুপি পরিধান করা,ইত্যাদি।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শরীর চুলকানোর সময় উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে চুলকানো হয়, তাহলে এখানে এক হরকত গণনা করা হবে। তবে হাত তুলে নিয়ে চুলকালে দুই বা একাধিক হরকত গণনা করা হবে।
(২) নামাজ পড়ার সময় শেষ বৈঠকে সামনে পিছনে একটু হেললে দুললে আ'মলে কাছির হবে না। তবে বিনা জরুরতে এমনট করা মাকরুহ।
(৩) ঘাশতে যাওয়ার পূর্বে কাউকে মসজিদে যিকিরের জন্য রেখে যাওয়াকে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত মনে করা যাবে না। তবে হ্যা, এবং বুজুর্গানে কেরামদের পরীক্ষিত একটা আ'মল হিসেবে গণনা করা যাবে। জরুরী মনে না করলে করতেও পারেন আবার পরিত্যাগও করতে পারেন।