ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রোযা মনে থাকা অবস্থায় অসতর্কতাবশত যদি পানি গলার ভিতরে চলে যায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। উক্ত রোযাকে পরবর্তীতে কাযা আদায় করতে হবে। আর রোযা মনে না থাকাবস্থায় যদি গলার ভিতরে পানি চলে যায়, তাহলে এদ্বারা রোযা ফাসিদ হবে না।
من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه، فإنما أطعمه الله وسقاه
যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল সে যেন তার রোযা পূর্ণ করে। কারণ আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।-সহীহ মুসলিম ১/২০২
(২) নফল রোযা হলে তো খাওয়া দাওয়া করতে পারবেন।ফরয হলে পারবেন না।
(৩) আপনাকে কাযা তথা একটার পরিবর্তে একটি রোযা রাখতে হবে।