আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (18 points)
আমি মদীনা থাকি। মক্কার হারামে বিভিন্ন উদ্দেশ্যে ৩ বার ইহরাম ছাড়া যাই। পরে আমাকে জানানো হয় যে, এর জন্য কাযা আদায় ও দম দিতে হবে। আমার প্রশ্ন হলো

১। কাযা হিসেবে একবার উমরা করলেই কি হবে?

২। যদি ৩ বারই করা লাগে তাহলে আমি ইতো মধ্যে একবার করেছি। কিন্তু কোনটার কাযা আদায় করেছি সেটা মনে নেই। এ অবস্থায় কি এভাবে নিয়ত করলে হবে যে, বাকি থাকা কাযা উমরাগুলোর প্রথমটার কাযা আদায় করছি?

৩। দম কি কুরবানীর শরীকদের সাথে দেয়া যাবে?

1 Answer

0 votes
by (57,120 points)

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://ifatwa.info/102827/  নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো জ্ঞানসম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলিম, মিকাতের বাহিরে বসবাস কারী ব্যাক্তি হারাম এলাকায় প্রবেশ করে,সেক্ষেত্রে সে হজ্ব/উমরাহ এর এর জন্য যাক বা সফর/অন্য কোনো উদ্দেশ্যে যাক,তার জন্য ইহরাম বাধা আবশ্যক।

ইহরাম ছাড়া গেলে সেক্ষেত্রে সে গুনাহগার হবে,এবং পুনরায় মিকাতে এসে ইহরাম বেধে নেয়া ওয়াজিব। অন্যথায় দম দেয়া আবশ্যক। কেহ যদি এভাবে ইহরাম ছাড়া মক্কা মুকাররমায় চলে যায়,সেক্ষেত্রে তার উপর একবার হজ্ব/ওমরাহ আদায় করা এবং একটি দম দেয়া আবশ্যক হবে।

একাধিক বার এমনটি করলে একাধিক বার হজ্ব/ওমরাহ আদায় করা এবং একাধিকবার  দম দেয়া আবশ্যক হবে। এটাই হানাফি মাযহাবের মত।

হাদীস শরীফে এসেছেঃ-

مصنف ابن ابی شیبۃ ‘‘

: ’’حدثنا علی بن ہاشم، ووکیع، عن طلحۃ، عن ابن عباسؓ قال: لایدخل أحد مکۃ بغیر إحرام، إلا الحطابین العجالین وأہل منافعہا ۔۔۔۔۔۔۔۔ حدثنا حفص، عن عبد الملک، عن عطاء قال:’’ لیس لأحد أن یدخل مکۃ إلا بإحرام‘‘ وکان عبد الملک یرخص للحطابین۔‘‘ (مصنف ابن ابی شیبۃ، ج:۳،ص:۲۰۹، کتاب الحج، باب من کرہ ان یدخل مکۃ بغیر احرام، ط:دار التاج)

সারমর্মঃ-

হযরত ইবনে আব্বাস রাঃ, এবং হযরত আতা রাঃ বলেন, জরুরী জ্বালানি কাঠ সংগ্রহ কারী ছাড়া কেউ যেনো ইহরাম ছাড়া মক্কায় প্রবেশ না করে।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

১. জ্বী না তিনটি উমরা কাযা করতে হবে।

২. জ্বী এভাবে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ।

৩. কুরবানীর শরিকদের সাথে দমের কুরবানী করাও জায়েয আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 337 views
...