ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/20295/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
অজু ব্যতীত নামাজ কবুল হবে না।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ
اَبِى الْمَلِيْحِ عَنْ اَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ
عَلَيْهِ وَسَلَّم: لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُوْرٍ وَلَا صَدَقَةً
مِنْ غُلُوْلٍ
অর্থঃ হযরত আবূ মালিহ
তাঁর পিতা (উসামা রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:- আল্লাহ্
তা’আলা পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করবেন না এবং অবৈধ সম্পদের সাদকাও কবুল করবেন না।
(সুনানে নাসাঈ হাদীস নং-০৬)
শরীয়তের বিধান হলো যদি হাতের ভিতর কোনো এমন জিনিস লেগে যায়, যেটা চামড়া পর্যন্ত
পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে উযুর পূর্বে সেটা ছাড়ানোর আপ্রান চেষ্টা করবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি সুপার গ্লু তেমনই আঠা হয়, যেটা শরীর পর্যন্ত
পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে উযুর পূর্বে ঘর্ষন দিয়ে অথবা সাবান ইত্যাদির মাধ্যমে সেটা
ছাড়ানোর চেষ্টা করা জরুরি।
যদি পুরোপুরি চেষ্টা করার পরেও সেটা দুর না হয়, ওযরের কারনে
এটি মাফ।
শরীয়তের বিধান হলো যদি শরীরে পানি পৌছাতে কোনো জিনিস প্রতিবন্ধকতা
সৃষ্টি করে, যেমন আংটি ইত্যাদি, এর কারনে যদি আসলেই শরীরে পানি না পৌছে, এমনটি হয়ে থাকলে
আপনাকে ঐ নামায গুলো আবার পড়ে নিতে হবে।
হযরত আবু তামীম জায়শানী রাহ. থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে
আমর রা. যখন অযু করতেন আংটি নাড়াচাড়া করতেন। আবু তামীমও তা করতেন। ইবনে হুবায়রাও
তা করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৩৭১ (৪৫৬)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু অনেকটা সময় ধরে অযুর অঙ্গ
থেকে সুপার গ্লু উঠানোর চেষ্টা করেছিলেন। আবার বর্তমানের ঐটা যে সুপার গ্লু আঠা সে
ব্যাপারেও আপনি শিওর না। তাই উক্ত নামাজগুলো আদায় হয়ে গিয়েছে।
পুনরায় কাজা আদায় করতে
হবে না। তবে সুপার গ্লু উঠানোর সময় আরো সতর্কতা কাম্য।
,
বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/4999/