আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
এক পরিবারের ছেলে মেয়েরা সবাই পড়ালেখার জন্য বাসা থেকে দূরে থাকায় তাদের বাবা- মা একজন খাদিমাহ রেখেছেন, কারণ তাদের একা লাগে। সেই খাদিমাহ -এর আত্মীয় সজন কেউ নেই। সে হিন্দু কিন্তু হিন্দু ধর্মের কোনো আচার-অনুষ্ঠান করেননা,কখনো বাইরেও পূজায় যায় না।একবার নাকি মুসলিমও হতে চাইছিলেন।  তাকে সূরা বলে দিলেও পড়ে কিন্তু কোর্টে গিয়ে মুসলমান হওয়ার কথা বললে সেটা করেননা,কিছু বলেনও না। তাই সেই পরিবার কিছুটা চিন্তিত আর এখন তারা ভাবছেন তাদের ঘর আবার হিন্দু কেউ থাকার কারণে নাপাক হয়ে যাচ্ছে নাকি! বা ওই খাদিমাহ থাকাটা কোনো সমস্যার কিনা। কি বলা উচিত তাদেরকে?

1 Answer

0 votes
by (598,080 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিমকে চাকুরী রাখা বা ঘরের খাদেম হিসেবে নিয়োগ দেওয়া নাজায়েয হবে না। তবে তাদের দ্বারা পশু জবাই করানো যাবে না। এবং পাক-পবিত্রতার কাজ করানো যাবে না। ঘরের হিন্দু থাকলেই যে ঘর নাপাক হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই। বরং তারা কোনো নাজাসতকে ঘরে নিয়ে আসলেই কেবল ঘর নাপাক হবে। 
لما في الفتاوي الهندبة ج٥، ص:٣٤٦
لا بأس بأن يكون بين المسلم والذمي معاملة إذا كان مما لا بد منه كذا في السراجية…….. قال محمد رحمه الله تعالى ويكره الأكل والشرب في أواني المشركين قبل الغسل ومع هذا لو أكل أو شرب فيها قبل الغسل جاز ولا يكون آكلا ولا شاربا حراما وهذا إذا لم يعلم بنجاسة الأواني فأما إذا علم فأنه لا يجوز أن يشرب ويأكل منها قبل الغسل ولو شرب أو أكل كان شاربا وآكلا حراما الخ

وفي فتح الباری، ج٤-ص:٤٤٢ 
قال ابن بطال عامة الفقهاء يجيزون استئجارهم عند الضرورة وغيرها لما في ذلك من المذلة لهم وإنما الممتنع أن يؤجر المسلم نفسه من المشرك لما فيه من اذلال المسلم الخ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...