জবাবঃ-
নামাজে সতর ঢাকা ফরজ।
সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ " .
হযরত আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ প্রাপ্তবয়স্কা নারীর সালাত ওড়না পরা ব্যতীত কবূল করেন না।
তিরমিযী ৩৭৭, আবূ দাঊদ ৩৪১-৪২, আহমাদ ২৪৬৪১, ২৫৩০৫, ২৫৬৯৪; ইবনু মাজাহ ৬৫৪।
★শরীয়তের বিধান হলো, নামাজে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর । যদি পর-পুরুষ তাকে না দেখে তবে হাত ও পা খোলা রাখার ব্যাপারে মত রয়েছে। কিন্তু পর-পুরুষের দেখার সম্ভাবনা থাকলে নামাজের বাইরের মতো নামাজের মধ্যেও চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব।
নামাজের সময় পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবেনা।
টাখনুর নিচ পর্যন্ত ঢাকলেই হবে।
সুতরাং হাত মোজা,পা মোজা পরিধান করতে হবেনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
মূলত নামাজে নামাজে নারীর চেহারা,হাত (কবজি পর্যন্ত) টাখনুর নিচ হতে পা ব্যতীত পূর্ণ শরীর সতর ।
এক্ষেত্রে যেই কাপড় দিয়ে ঢাকা হোকনা কেনো,নামাজ হয়ে যাবে।
শরীর ঢেকে রাখলেই হলো।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে পেটিকোটের নিচে অতিরিক্ত সালোয়ার না পড়লেও নামাজ আদায় হবে।
পেটিকোটের নিচে অতিরিক্ত সালোয়ার পড়া নামাজের জন্য আবশ্যকীয় কিছু নয়।
(০২)
কামিজের কারণে যেহেতু নাভি ঢাকা থাকছেই, সুতরাং এক্ষেত্রে সালোয়ারের মাধ্যমেও নাভি ঢাকা জরুরী নয়,সালোয়ার নাভির নিচে পরিধান করলেও নামাজ আদায় হবে।
(০৩)
এতে নামাজের সমস্যা হবেনা।
তবে গায়রে মাহরাম পুরুষ যেনো সেখানে না থাকে।
(০৪)
একথাটি সঠিক নয়।
মূলত এখানে বিষয় হলো ঘরের বাহিরে যাওয়ার জন্য নারীদের পূর্ণ শরয়ী পর্দা করে যেতে হবে।
পুরো শরীর ঢেকে,চেহারা ঢেকে,হাত মোজা পা মোজা পরিধান করে যেতে হবে।