আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার দুইটি প্রশ্ন আছে -
১। ব্যাংকে ডিপোজিট করে কিছু টাকা জমানো হয়েছিলো। ডিপোজিট ভাঙ্গার পর কিছু মুনাফা দেওয়া হয়েছিলো, যা মূলত সুদ।
টাকাগুলো আর্থিক স্বচ্ছলতা নেই, গরিব-মিসকিনদের দেওয়া হচ্ছে। সওয়াবের নিয়ত না করে।
আমার কিছু আত্মীয় আছে, যাদের ইনকাম নেই। পর নির্ভরশীল বা ইনকাম থাকলেও তা এতো কম যে খুবই কষ্ট দিন কাটাতে হচ্ছে। উনাদের কী দেওয়া যাবে টাকাগুলো?
২। অন্তরের যিনা ব্যাপারটা কখন ঘটে? আর ঘটলে সেটা কী সরাসরি যিনা'র অপরাধ এর মত? মানে, অবিবাহিতরা তো বিয়ে সংক্রান্ত অনেককিছু কল্পনা করে। এগুলো কী অন্তরের যিনা হিসেবে ধরা হয়?
অথবা, আমরা তো মাঝেমধ্যে কল্পনায় এমন অনেককিছু ভেবে ফেলি, যা আসলে অন্তরের গুনাহ হয়ে যায়! এরকম যদি কারো হয়, সেটা কি সরাসরি যারা যিনা করার মতো হয়ে গেলো?