আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
80 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ মু

হতারাম আশাকরি ভালো আছেন।
আমি একটি দিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
এ প্রতিষ্ঠানে স্বতন্ত্র যাকাতের ফান্ড আছে,
আমি প্রতিষ্ঠানের এই বিভাগের জিম্মাদার হিসেবে  অনেকেই যাকাতের টাকা আমার কাছে দিয়ে থাকেন।
এখন প্রশ্ন হল,,,,
উক্ত যাকাতের টাকা আমি বা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতম ব্যক্তিবর্গগণ কাউকে ঋণ হিসেবে দিতে পারবেন কি না?

ঋণগ্রহীতা যাকাতের মুস্তাহিক হোক চাই না হোক ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

بدائع الصنائع: (28/6، ط: دار الكتب العلمية)
لأن الوكيل يتصرف بولاية مستفادة من قبل الموكل فيملك قدر ما أفاده، ولا يثبت العموم إلا بلفظ يدل عليه، وهو قوله: اعمل فيه برأيك وغير ذلك مما يدل على العموم،
সারমর্মঃ-
কেননা উকিল মুয়াক্কিলের পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা বলে তাহা খরচ করতে পারে। যতটুকু ক্ষমতা মুয়াক্কিল প্রদান করে থাকে,ততটুকুর মধ্যেই। এক্ষেত্রে ব্যাপকতা সাব্যস্ত হবেনা।
কিন্তু যদি মুয়াক্কিল এমন শব্দ বলে,যাহা ব্যাপকতার ফায়দা দেয়,সেক্ষেত্রে তার খরচের ক্ষেত্রে ব্যাপকতা সাব্যস্ত হবে।

الموسوعة الفقهية الكويتية: (26/45، ط: وزارة الأوقاف و الشئون الإسلامية، كويت)
الوكالة الخاصة هي ما كان إيجاب الموكل فيها خاصا بتصرف معين ، كأن يوكل إنسان آخر في أن يبيع له سلعة معينة . وفي هذه الحالة لا يجوز للوكيل أن يتصرف إلا فيما وكل به ، باتفاق الفقهاء .
সারমর্মঃ-
নির্দিষ্ট কাজের উকিল নির্দিষ্ট খাতেই তাহা খরচ করতে পারবে।
যে খাতের জন্য তাকে উকিল বানানো হয়নি,সেই খাতে সে খরচ করতে পারবেনা। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
যাকাত দাতাগন মূলত আপনাদেরকে উকিল বানিয়েছেন, যাতে করে আপনারা উক্ত যাকাতের টাকা উক্ত দ্বীনি প্রতিষ্ঠানের যাকাত গ্রহনের উপযুক্ত কাউকে দিয়ে দেন।

সুতরাং এমতাবস্থায় আপনি বা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতম ব্যক্তিবর্গগণ কাউকে ঋণ হিসেবে যাকাত ফান্ড হতে কোনো টাকা দিতে পারবেননা।
এটা জায়েজ হবেনা। বরং হকদারকেই দিতে হবে।

এক্ষেত্রে কাউকে ঋণ হিসেবে দিলে যে ব্যাক্তি দিবে,সেই ব্যাক্তি উক্ত টাকার জিম্মাদার হবে।
সে যেভাবেই হোক,উক্ত টাকা ম্যানেজ করে হকদারকে দিয়ে দিবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...