আসসালামু আলাইকুম উস্তায,,আমার একটি বিয়ের আলাপ চলছে,,পাত্রের মা মারা গেছেন এখনও ৪০ দিন হয় নাই,,তাদের পরিবার শোকে আচ্ছন্ন। তারপরও পাত্র পক্ষের আগ্রহতেই আলাপটা চলছে,,এখনও সামনাসামনি দেখা হয় নাই,৪০ দিন পার হলে দেখতে আসবে,,এর মধ্যে আমার পরিবারের সাথে পাত্রপক্ষের আলাপ হয়,,পাত্র পক্ষ আমাকে পছন্দ করেছে বলেছে,,"আমি আজকে স্বপ্নে দেখলাম এই পাত্রপক্ষরাই দেখতে আসছে সবাই খুব হাসিখুশি আনন্দে। আমার পরিবারও অনেক আনন্দে,,এবং দেখি আমার গায়ে বিয়ের শাড়ী আমি তখনও পাত্রপক্ষের সামনে যাই নাই,অন্যরুম থেকে তাদের হাসিখুশি দেখতেছি,আমার বান্ধবীরাও এসেছে।" স্বপ্ন টা ভাঙলে দেখি রাত ৪ টা ১৭ মিনিট বাজে,,এরকম শোকাকুল পরিবারকে হাসিখুশি আমোদপ্রমোদে দেখলাম,,বিষয়টা ভাবাচ্ছে। আমার পরিবার এবং পাত্রপক্ষ উভয়ই প্রাথমিকভাবে রাজি। অনেকদিন যাব্ৎ বিয়ের আমল চালিয়ে যাচ্ছি। উস্তাযের কাছে প্রশ্ন এই স্বপ্নের ব্যাখ্যা নেগেটিভ নাকি পজিটিভ কিছু বুঝাচ্ছে?? (এই পর্যন্ত ৩ টা আলাপ আসছে তার মাঝে প্রথম ২ টা আলাপ খুব আগ্রহ দেখালেও পরবর্তীতে না করে দেয়,,প্রথম ২ টা আলাপ পাত্ররা নিজে খুব আগ্রহ দেখিয়েছিলো,,আর এখন এর আলাপ পাত্রের বাবা এবং পাত্র তার পরিবারের পছন্দের উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। এই আলাপও খুব আগ্রহ দেখাচ্ছে আর আমার মনে আতংক ভয় ও অস্থিরতা কাজ করছে তার মাঝে আজকের এই স্বপ্ন আমাকে আরও দ্বিধাগ্রস্ত করে তুলেছে।)