এয়ারড্রপ হল কোন কোম্পানি যারা ক্রিপ্টোকারেন্সি এর মালিক তারা তাদের কোম্পানি এর প্রমোশন এর জন্য ফ্রী তে টোকেন দিয়ে থাকে অথবা যদি কোন নতুন কোম্পানি তাদের টোকেন বাজারে ছাড়ে তাহলে তাদের কোম্পানি এর প্রমোশন এর জন্য তারা কিছু টোকেন ফ্রী তে দিয়ে থাকে। এর জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এ যুক্ত হতে হয়। সাথে কোন কাজ করতে হয় যেমন মাঝে মাঝে ট্রেডিং করতে হয়, তাদের টেস্টনেট ( তাদের যে মুল প্লাটফর্ম সেইটার টেস্ট ভার্সন ) ব্যবহার করে টেস্ট করতে হয় । কাজের উপর ভিত্তি করে তারা আমাদের টোকেন দেয়। পরে সেই টোকেন টাকা তে কনভার্ট করা যায়।
এই জাইগা থেকে টোকেন নিয়ে তা থেকে টাকা নেওয়া তা কি হারাম?
যদি হারাম হয় তাহলে এইখান থেকে আমি ৫০০ টাকা ভেঙ্গে ফেলছি। এখন করনীয় কি? আর আমার কাছে আরও ৩০০০ টাকা আছে, সেই টাকার কি করব?