আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
96 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
আমাকে  একজন আলেম একটি দামী ঘরি উপহার দেয়। পরে ঘরির পেছনে লেখা দেখলাম 18K Gold Plated, মানে ১৮ ক্যারেটের স্বর্ণের প্রলেপ আছে। ঘরিতে হালকা সোনালি রঙের প্রলেপ দেখতেও পাই। কিন্তু সোনালি রঙের সবটুকু স্বর্ণ কিনা তাও জানি না। আমার করণীয় কী?

1 Answer

0 votes
by (64,500 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/2733/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

জুমহুর উলামায়ে কেরামের মতে, পুরুষের জন্য রেশমী পোষাক এবং স্বর্ণ ব্যবহার করা নাজায়েয। এর উপর ইজমা রয়েছে।

হযরত ইবনো যুরাইব রাহ থেকে বর্ণিত-

عن ابنِ زُرَيرٍ، أنَّه سَمِعَ عليَّ بنَ أبي طالب رضي الله عنه ٍيقولُ: إنَّ نبيَّ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم أخذ حريرًا، فجعَلَه في يمينِه، وأخذ ذهَبًا فجعَلَه في شِمالِه، ثمَّ قال: إنَّ هَذينِ حرامٌ على ذُكورِ أمَّتي

হযরত আলী রাযি. বলেন, রাসূলুল্লাহ একবার রেশমের পোষাককে ডান হাতে রাখেন এবং স্বর্ণকে বাম হাতে রাখেন। অতঃপর বলেন, এগুলোকে আল্লাহ তা'আলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পুরুষদের জন হারাম করে দিয়েছে। সুনানু আবু দাউদ-৪০৫৭


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!


স্বর্ণের পরিমাণ খুবই কম হলে যদিও হুকুম একটু আলাদা। তবুও প্রশ্নোক্ত ক্ষেত্রে উত্তম হলো যিনি আপনাকে ঐ ঘড়িটি উপহার দিয়েছেন তাকে বিষয়টি জানানো। ঘড়িটি পরিবর্তন করা সম্ভব হলে তিনি হয়তো পরিবর্তন করে আপনাকে আরকেটি দিবেন অথবা ঘড়িটির ডিজাইন যদি এমন হয় যে, মহিলারাও ব্যবহার করতে পারবে। তাহলে আপনার কোনো মাহরাম মহিলাকে দিয়ে দিতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...