আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার সমস্যাটি অদ্ভুত আমিও জানি কিন্তু আমার কি করার। আমার শুধু ইচ্ছে করে মক্কা, মদিনা, আফগানিস্তান, ফিলিস্তিন, পাকিস্তান এইসব দেশ গুলোতে চলে যেতে চিরতরে। যা আমি জানি আমার সাধ্য এবং কল্পনারও বাইরে। আমি শুধু ভাবি কেনো আমি সেখানে জন্মগ্রহণ করলাম না, আমি সেখানে যেতে পারছিনা কিন্তু আমার মন ওখানেই ছুটে যায়। এই দেশ এই সমাজে আমার মন টিকে না। এখানে চারদিকে ফিতনা। আর আমার ইচ্ছাটাও সাধ্য এমনকি কল্পনারও বাইরে। আমার ইচ্ছে হয় সেখানেই (উল্লেখিত দেশগুলোতে) বিয়ে করে বাকি জীবন সেখানেই থাকতে। আমার প্রবল ইচ্ছে। ভেবে আমি ডিপ্রেশনে চলে যাই।
আমার করনীয় কী
ভুল হলে মাফ করবেন হুজুর।
জাযাকুমুল্লাহু খইরন।