আসসালামুআলাইকুম, আমার বিয়ে হয়েছে প্রায় দেড় বছর, স্বামী প্রবাসী বিয়ের সময় প্রায় ৪মাস একসাথে ছিলাম আর বিয়ের পর একবার এসে প্রায় ৩মাস ছিলো। বাকি সময় সেখানে..., আমি নিজেকে ছোট থেকেই হেফাজতে রাখার ট্রাই করেছি তাই আমার চাহদাও হয়তোবা বেশি কিন্তু তিনি মাঝে মাঝে ভালো হন আর বেশিরভাগ সময় ই আমাকে তেমন সময় দেয়না, কল দিয়ে চুপ করে থাকে, একেবারে স্বাভাবিক কোন কারনে কল কেটে দেয়, তার বয়স ও আমার থেকে অনেক বেশি(৩৪ পরবে), বিয়ের পর থেকেই শুধু ২/৪ বিয়ের কথা বলতো, এখন আরো বেশি বলতেছে, আমাকে ওয়াজ পাঠায়, এটা ওইটা বলে, হজুররা ,... অথচ তিনি কোরআন ও পরতে পারেন না, আমি কোর্স করতে বলি, শিখাতে চাই বাট তাও করবেনা, কিছু বই দিয়ে দিয়েছিলাম সেগুলাও পরে না, কিন্তু এখন একাধিক বিয়ে নিয়ে ওয়াজ শুনে আর আমাকে বারবার একথাই বলে, অথচ তিনি আমার হকও আদায় করতে পারছেনা ঠিকমতো... আমি কষ্টে বলে ফেলেছি যে এটা তার ব্যাপার, আমাকে জাস্ট বিয়ে করার আগে জানাবেন আমি চলে যাবো।
আমার এমতাবস্থায় কি করা উচিৎ! ( তিনি আমার সাথে ভালো মতো কথাও বলেননা)