ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
ব্যাংকের সুদি সেক্টরে চাকুরী করা সম্পূর্ণ হারাম।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই চাকুরীতে যেহেতু সুদের হিসাব নিকাশ করতে হয়, তাই এই চাকুরী জায়েয হবে না। যতদিন না হালাল মানসম্মত কোনো চাকুরীর সন্ধান পাচ্ছেন, এর পূর্ব পর্যন্ত উক্ত চাকুরী করতে পারবেন। তবে দৈনন্দিন কাজের যত পার্সেন্ট সুদের হিসাব নিকাশ করবে, ইনকামের তত পার্সেন্ট টাকা সদকাহ করে দিবেন।