আমার পরিচিত একজনের প্রশ্ন:
আছলামুআলাইকুম
আমি একটি ফার্মাসিটিকেলস কোম্পানিতে চাকরি করি।
আমার কোম্পানি আমাদের ডাঔার ভিজিট করার জন্য কিছু মেডিসিন দেয় যাতে করে আমরা ওই সম্পর্কে ডাঔার কে জানাতে পারি, আমাদের এক একজন রিপিজেনটিভের ২৩০ মত ডাঔার থাকে, আমাদের কিছু টার্গেট দেয় যেমন,- ৫০০০০০ টাকা।
ডাওার সাথে যার যত ভালো সম্পর্ক তার তত সেল হয়।এখন আমার কোম্পানির গিফট কম হয় ৩-৪ টা হয় সবাই দেওয়া সম্ভব নয়। তাই আমি যদি আমার কিছু ডাঔার কে কোন কিছু কিনে দেই আমার কোম্পানি আমাকে দেওয়া স্যাম্পল থেকে বিক্রি করে, যেমন -- আমি এক হাজার টাকার স্মপল বিক্রি করলাম ডাওারকে একটা সার্ট কিনে দিলাম বা ছাতা দিলাম। এটা কি হারাম হবে। আর আমার ব্যঔিগত টাকা থেকে দিলে ও কও হারাম হবে? কি করনীয় দয়া করে জানাবেন।