আসসালামু আলাইকুম।ধরুন, কোনো একটি প্রতিযোগিতায় যেখানে একাডেমিক কোনো বিষয় নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, যা হয়তো আমাদের ক্যারিয়ারে ভালো ভূমিকা রাখবে। এখন সেখানে আয়োজকদের অর্থের উৎস কয়েকটি। যেমন: রেজিস্ট্রেশন ফি, স্পন্সরের টাকা ইত্যাদি। ব্যায়ের খাত: প্রতিযোগিতার ব্যাবস্থাপনা, সকল প্রতিযোগিদেরকে সমানভাবে দেয়া উপহার(এই দুই খাতের ব্যায় সাধারণত রেজিস্ট্রেশন ফি থেকে বেশি হয়। ), পুরষ্কারের অর্থ, কনসার্ট ইত্যাদি। কনসার্ট হবে কি না সাধারণত আমরা অন্য বছর যারা অংশ নিিয়েছে তাদের কাছ থেকে জেনে থাকি। নাহয় আয়োজকরা নিজেরাই গান গায় ইত্যাদি, যেখানে এজন্য আলাদা খরচ খুব একটা থাকে না। কনসার্ট হলে সেটার খরচ যদি নির্দিষ্ট কেউ দিয়ে থাকে সেটা উল্লেখ করা থাকতে পারে। যদি না থাকে তাহলে সেটা হতে পারে যে সমস্ত অর্থ মিশ্রিত করে সব জায়গায় খরচ করছে। যারা আয়োজক থাকে তারা খুব একটা দ্বীনদার থাকে না যে এব্যাপারে তারা খুব সচেতন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে চারটি:
১. এতে কি জুয়া / লটারি হচ্ছে?
২. আমি একজন প্রতিযোগি হিসেবে আমার থেকে প্রদত্ত অর্থ যা থেকে একটা অংশ হারাম কাজে ব্যায়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি হয়তো সেই টাকা নিজে দিচ্ছি, অথবা ভার্সিটি থেকে ফান্ডিং নিয়ে দিচ্ছি। এখন এসব ক্ষেত্রে আমার গোনাহ হবে কি না।
৩. আমি যদি আয়োজক হিসেবে থাকি যেখানে হয়তো ফ্রিমিক্সিং থাকতে পারে, আমার কাজ হচ্ছে প্রতিযোগিতার মূল কার্যাবলী সংক্রান্ত (গান বাজনা, ফ্রিমিক্সিং, অর্থ সংক্রান্ত না) তাহলে কি আমার গোনাহ হবে?
৪. বেঁচে যাওয়া অর্থ কি আয়োজকরা অন্য খাতে ব্যায় করতে পারবে?