আসসালামু আলাইকুম
১.আমার অনিয়মিত পিরিয়ড তাই পিরিয়ড হয় ২/৩ মাস পর পর আর অনেক সময় এমন হয় যে ওষুধ না খেলে ব্লিডিং আপনাআপনি কখনোই অফ হয়না। ব্লিডিংও স্বাভাবিক না তা অতিরিক্ত মাত্রার। এমতাবস্থায় চলতে থাকলে আমার এনিমিয়া(রক্তশূন্যতা) হয় যার জন্য ৩/৪ ব্যাগ রক্ত ভরতে হয়েছে এর আগে। এখন যখনই অতিরিক্ত ব্লিডিং হলে বন্ধ হওয়ার যে ওষুধ দেয় ডাক্তার তা কি খেতে পারবো?
২.পুরুষদের বন্ধাত্ব টেস্ট করার জন্য সিমেন এনালাইসিস একটা টেস্ট দেয় ডাক্তার। সিমেন নিতে হয় হসপিটাল বাসা থেকে নিলে হয়না। আর হসপিটালে মাস্টারবেশের মাধ্যমে এটা নিতে হয়। এমতাবস্থায় কি এভাবে সিমেন দেওয়া যাবে?