বিয়ের ক্ষেত্রে পাত্র- পাত্রী দুজন কি দুই ইসলামি মতাদর্শের হতে পারবে? পাত্র সুন্নী মতাদর্শ বিশ্বাস করে আর পাত্রী ওয়াহাবি মতাদর্শ অনুযায়ী কোরআন- হাদীসের ভিত্তিতে ইসলাম পালন করে। এক্ষেত্রে কি ইসলামি দুই মতাদর্শ মেনে চলা দুই জন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? এতে করে কি কি সমস্যা হতে পারে? নাকি বিয়ে না করাই উত্তম হবে??