এক বোন জানতে চেয়েছেন,
আসসালামু আলাইকুম শায়েখ, দীনের পথে নতুন তাই অনেক কিছু ই জানার বাকি আছে তাই আশা করি আমার প্রশ্নটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পড়বেন।
শায়েখ বেহেশতী জেওর কিতাবে পড়লাম যে চিন্তার কারনেও যদি বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হয়। আর এটাও জেনেছি যে উত্তেজনার সাথে বীর্য বের হলে গোসল ফরজ।
তাহলে হুজুর আমার জানার বিষয় হচ্ছে আমার প্রতি মাসেই পিরিয়ড থেকে সুস্থ হওয়ার পর তিন থেকে চার দিনের দিন বীর্যের মতো srav আসে। মানে এই স্রাব টা দেখতে ঘন ভারি পিচ্ছিল হলদেটাইপের,, তো আমি নিজে একটু কম বুঝি যার জন্য দুই জন আপুকে দেখাই ওনারা দেখে বলে হ্যাঁ এইগুলো বীর্য এসব স্রাব আসলে গোসল ফরজ হয়।
তাহলে হুজুর আমার তো প্রতি মাসেই পিরিয়ড থেকে সুস্থ হওয়ার তিন থেকে চার দিনের দিন এমন স্রাব আসে যা একবার আসলে দুই থেকে তিনবার এরকম শ্রাব আসে, যেমন সকালে একবার আসছে আবার দুপুরে বা আসরের সময় বাথরুম এ প্রসাব করার পর পানি নেওয়ার সময় আসে, আবার মাগরিব বা এশার সময় আসে,, মোটকথা একবার আসলে দুই থেকে তিন বার এসব srav আসেই এক দুই দিন। তবে হুজুর যখন এমন ধরনের srav আসে আমি বুঝতে পারি না যে আমার কোনো উত্তেজনা থাকে কিনা। তবে হুজুর আমার এক দের বছর ধরে দেখছি যে আমার লজ্জা স্থান এ কেমন জানি অসস্থি ও জ্বালাপোড়া অনুভব হয় , তো আমি চিন্তা করি এটাই কি উত্তেজনা নাকি রোগ। তবে আমার মনে হয় রোগ যার জন্য আমি চিকিৎসা নিছি, তো চিকিৎসা নেওয়ার পর আগের তুলনায় অনেক কম ই এমন অনুভব হয় তবে পুরো এখনো সারেনি।
আর আমার বীর্যের মতো স্রাব টা বেশিরভাগ ই মাসিক থেকে সুস্থ হওয়ার তিন চার দিনের দিন ই আসে অন্য সময় সময় মাথায় যত অশ্লীল চিন্তা আসুক না কেন এমন স্রাব আমার আসে না।
আর হুজুর আমি অবিবাহিত যদিও তেমন কোন উত্তেজনা শরীরে কোনো কারনে যদি আসে তখন আমি দেখি যে একদম স্বচ্ছ পিচ্ছিল পানির মতো বের হয়।
আর হুজুর আমার একটা সমস্যা আমার মাথায় বেশিরভাগ অশ্লীল চিন্তাভাবনা আসে, বিশেষ করে সহবাস বিষয় টা নিয়ে কিন্তু আমি মোটেও এসব চিন্তা করতে চাই না।
উপরের সকল আলোচনা থেকে প্রশ্ন হচ্ছে:
১) অনিচ্ছাকৃত মাথায় অশ্লীল চিন্তা ওপ্রতি মাসে পিরিয়ড থেকে সুস্থ হওয়ার তিন চার দিনের দিন বীর্য বের হওয়া তবে উত্তেজনা আছে কিনা বুঝতে না পারি কারণ লজ্জা স্থানে মনে হয় রোগের কারণে অসস্থি লাগে এতে কি আমার গোসল ফরজ হবে??