আসসালামু আলাইকুম
আমি নিয়ত করেছিলাম যে, আমি কিছু (১ শতাধিক) রাকাত নফল সালাত আদায় করব।
এখন যদি আমি সুন্নাতে যায়িদা আদায় করার সময় সুন্নাতে যায়িদার পাশাপাশি সেই নফল আদায়েরও নিয়ত করি, তাহলে নফল গুলো কি আদায় হতে থাকবে?
নাকি আলাদাই আদায় করতে হবে, শুধু নফলের নিয়তে?
সুন্নতে মুয়াক্কাদা সালাতের ক্ষেত্রে?