আসসালামু আলাইকুম হুজুর।
আমি প্রশ্নকারী বলছি। ফতোয়া নং
https://ifatwa.info/103000/ তে বলা হয়েছিল তার কাছ থেকে পেজ ফেরত নিতে।
আমি সেই বোনকে এই ফতোয়া জানিয়ে দিয়ে বলেছি সে যেন নতুন করে পেজ খুলে তার ব্যবসা শুরু করে। অর্থাৎ আমার পেজ ব্যবহার না করে, বরং নতুন পেজ খুলে নেয়।
সে উত্তরে বলেছে, সে এই পেজ আমার থেকে নেওয়ার পর পেজ boost/ প্রমোট করতে এটার পেছনে ১০ হাজার টাকা খরচ করেছে৷
আমার পেজ যখন তাকে দিয়েছি লাইক ৬.৫ হাজার ছিল। বর্তমান লাইক ১০ হাজার।
তার দাবী সে লাইক বাড়াতে এই ফেসবুক পেজে boosting এর পেছনে ১০ হাজার টাকা খরচ করেছে।
তাই পেজটি সে আমাকে এখন ফেরত দিতে চাচ্ছে না। এক্ষেত্রে আমার কি করণীয়?
আমি কিভাবে এই পেজ বা ব্যবসার দায় থেকে মুক্ত হতে পারি?
আমার প্রশ্ন করার উদ্দেশ্য হল এই ব্যবসায়ের কোন দায় আমার উপর বর্তায় কিনা? আমি শুধু ফেসবুক পেজটি তাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলাম। কিন্তু ব্যবসায় বা ফেসবুক পেজের সাথে আমার কোনই সম্পর্ক নেই।
আর বর্তমানে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে সে এই পেজের পেছনে তার কথা অনুযায়ী ১০ হাজার টাকা খরচ করেছে। তাই ফেরত চাওয়া সত্ত্বেও সে ফেরত দিতে রাজি না। যেহেতু সে টাকা খরচ করেছে।
এমতাবস্থায় কি আমি এই ব্যবসায়িক পেজ সংক্রান্ত যেকোনো গুনাহের দায় থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি? বা দায়মুক্ত হতে কি করতে পারি?
পূর্বোক্ত প্রশ্নের ফতোয়া
https://ifatwa.info/103000/ দেখলে আশা করি বিষয়টি পরিষ্কার হবে।