ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/67537/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়। যার
অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া। সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে
যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে। তা নাজাসতে গলিজা। এক দিরহামের বেশী
হলে নামায হবে না।
এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার:
(ক) সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ
হঠাৎ জরায়ুতে চলে আসে।
এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের
পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা
অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।
(খ) যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক
সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা ৩০মিনিট
ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের
হুকুম উনার উপর আরোপ করা হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/50
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে
হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
আরো জানুনঃ- https://www.ifatwa.info/9904/
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
১-২. জ্বী না আপনার জন্য নামাজ কাযা করা জায়েয
হবে না। যেভাবেই হোক আপ্রাণ চেষ্টা করতে হবে পবিত্রতা অর্জন করার এবং ওয়াক্ত মত সালাত
আদায় করার। প্রয়োজনে সালাতের সময় মিস্ত্রীদের বিরতি দিতে হবে, যেন তারাও সালাত আদায়
করতে যায় এবং আপনার পবিত্রতা অর্জনেও কোন প্রবলেম না হয়। আল্লাহ তায়ালা আপনার জন্য
দ্বীন পালন করা সহজ করে দিন। আমিন।
৩. স্রাব যদি কাপড়ে লাগে তাহলে সেটি চেঞ্জ
করতে হবে অথবা পায়জামার উক্ত স্থান তিনবার ধৌত করতে হবে, প্রত্যেকবার নিংড়াতে হবে।
বারবার বের হলে নামাজের আগ দিয়ে সেটি চেঞ্জ করতে হবে। সুবিধা হয়, নামাজের জন্য আলাদা
পায়জামা রাখলে। যেটি নামাজের আগে পরিধান করে পরবে। অতএব যদি আপনার অনরবত স্রাব আসে
তাহলে মাজুর হিসেবে আপনার জন্য নাপাক সালোয়ার পড়ে তিলাওয়াত করা যাবে।