আসসালামু-আলাইকুম,
শায়েখ,
আমি এবং আমার স্ত্রি প্রেম করে কাগজ পত্র ছাড়া মসজিদে যেয়ে ৫ হাজার টাকা কাবিনের বিনিময়ে বিয়ে করি ১ম এ(আমার স্ত্রি নিজ ইচ্ছায় ৫০০০ কাবিন ধরে তাকে কোন জোর জবরদস্তি করা হয়নি) ,
তারপর তার কিছুদিন পর আমার আম্মু আমাদের কে আবার বিয়ে করায় কোর্ট মেরেজ, সেখানে আমার স্ত্রি কাবিন ৫০০০ ধরতে বল্লেও আমার আম্মু নিজ ইচ্ছায় জোর পূর্বক ২ লাখ কাবিন ধরে,, ৫০০০ কাবিন সমাজের কেউ মানবেনা এম্নটা সে বলে, কিন্তু আমি এবং আমার স্ত্রি ৫০০০ কাবিনেই সন্তুষ্ট ছিলাম, ২ লাখ টাকা দেওয়ার আমার কোন সামর্থ্য নেই আর এটা আমি মনে থেকে মানিও নেই, ২ লাখ টাকায় রাজি না হলে আম্মু বিয়ে দিবেনা তাই মেনে নিসি বিয়েটা করার জন্য,
তারপর অনেক কিছুই হয় কিন্তু, ৩য় বার আমাদের আবার বিয়ে দেয় আমার স্ত্রির আব্বু, সে কাজী ডেকে এনে ২ লাখ টাকার বিনিময়ে আমি বিয়েতে রাজি কিনা জিজ্ঞেসা করায় বিয়ের খুৎবা সহ সকল কিছুই হয়, তারপর আমি সেখানেও বলি যে ২ লাখ টাকা দেওয়ার আমার সামর্থ নেই কম ধরেন তবে তারা ২ লাখই ধরে এবং আমি কবুল বলি,
এবং আমাকে তার (আমার স্ত্রির) আব্বু খালি খাগজে সই নেই, বলে যে এটা বিয়ের কাবিনের কাগজ, আমি বললাম যে খালি কেনো উনি মিথ্যা বললো যে কোন কিছু লিখার সময় উনি পান নি, এটা বলে আমার থেকে খালি কাগজে উনি সই নিসেন,
এখন তারা বলতেসেন খালি কাগজে তারা ২০/৩০/৫০ লাখ টাকা কাবিন ধরবেন, অথচ আমি সই দিসি ২ লাখ কাবিনের কথা ভেবে, যদিও ২ লাখও আমার দেওয়ার ইচ্ছা ছিলো না কারন আমি যতদূর জানি আমাদের ১ম বিয়েতে যেই ৫০০০ কাবিন ধরা হইসে ওটাই আমাদের কাবিন,
এখন আমার প্রশন হচ্ছে উপরোক্ট পরিস্থিতির পর আমার আসলে শরিয়াত সম্মত কাবিন কোনটা,?
৫০০০ নাকি ২ লাখ নাকি ২০/৩০/৫০ লাখ,?
কোনটা, দয়া করে হুজুর আমাকে একটু জানাবেন।
আমার সাথে হুজুর জুলুম হইসে, মিথ্যা বলে খালি কাগজে সই নিসে, এখন আমাকে সেই কাগজের হুমকি দেয় শুধু তারা।