وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন বা জীবন ব্যবস্থা হল ইসলাম:
দ্বীন-ইসলাম হচ্ছে বিশ্বমানবতার জন্য আল্লাহ তা’আলার নিকট একমাত্র মনোনীত ও গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম। ইসলাম ছাড়া যত ধর্ম এবং মতাদর্শ রয়েছে সবই বাতিল- মিথ্যা।
আল্লাহ তাআলা বলেন:
إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ
“আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন (জীবন ব্যবস্থা) ইসলাম।” (সূরা আলে ইমরান: ১৯)
তিনি আরও বলেন:
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দ্বীন (ধর্ম, মতাদর্শ,জীবন ব্যবস্থা) অনুসন্ধান করবে তার নিকট থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” (সূরা আলে ইমরান: ৮৫)
সুতরাং আমাদের মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস প্রথিত করা অপরিহার্য যে, আল্লাহ তা’আলার নিকট একমাত্র পছন্দনীয়, নির্বাচিত এবং গ্রহণযোগ্য দ্বীন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম, মতামত ও মতাদর্শ আছে সবই বাতিল, ভ্রান্ত এবং মিথ্যা।
কেউ যদি ইসলামের প্রতি সন্দেহ পোষণ করে বা ইসলামকে প্রত্যাখ্যান করে সে নিশ্চিতভাবে কাফির হয়ে যাবে। আর কাফিরের পরিণতী চিরস্থায়ী জাহান্নাম।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
আপনার উক্ত বান্ধবীর জন্য করনীয়ঃ-
নেককার মহিলাদের সোহবতে বেশি বেশি থাকতে হবে।
বেশি বেশি কুরআন তিলাওয়াত করতে হবে।
কুরআন যে মু'জিযা,একজন উম্মি নাবী থেকে ১৪০০ বছর আগে পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দেয়া এমন এক মহা গ্রন্থ এসেছে,বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্টা করা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার উক্ত বান্ধবীকে প্যারাডক্সিকাল সাজিদ,সত্যকথন,উল্টো নির্ণয়, সহ এ সংক্রান্ত গ্রন্থ গুলি হাদিয়া দিতে পারেন।
"প্যারাডক্সিকাল সাজিদ" সহ আরিফ আজাদের বাকি বই গুলো দেয়ারও পরামর্শ থাকবে
তাহাজ্জুদ সহ সকল আমলে কান্নাকাটি তার হেদায়েতের জন্য দোয়া করতে পারেন।
আসিফ আদনান ভাই, শামছুল আরেফিন শক্তি ভাই ও ইফতেখার সিফাত ভাইয়ের নিয়মিত লেখা গুলি পড়তে বলতে পারেন।
তাদের লিখিত বইগুলি পড়তে বলতে পারেন।
Asif Adnan, Amiruzzaman Shamsul Arefin Shakti, Iftekhar Sifat ভাইদের ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। উনাদের পোস্টগুলো পড়তে বলতে পারেন। আগে যেসব পোস্ট করা হয়েছিলো সেগুলোও।
"হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক লড়াই" "চিন্তাপরাধ" সহ ইফতেখার সিফাত ও আসিফ আদনান ভাইয়ের ভালো কিছু বই আছে, সেগুলো পড়তে বলতে পারেন। এ ক্ষেত্রে খুবই কাজে দেয়।