আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ শায়খ।
আমি একজন মেয়ে। দাওয়াহ পদ্ধতি ও বই সাজেশন চাইঃ

১/ নাস্তিক ঘরানার ছোট বেলার বান্ধবীকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য কোন বই ভালো হবে? তথ্যঃ ও বাহিরে থাকে। ওর ভাই নাস্তিকতায় হাতখড়ি দিয়েছে ওর, নাস্তিক মহলে খুব সম্ভবত ভালোই পরিচিত এবং লিখালিখি করে। ওর উপর ওর ভাইয়ের ভালো প্রভাব। খুব সম্ভবত আরজ আলী মাতুব্বর এর ফ্যান।

২/ হিন্দু এক্স কলীগ বড় বোনের মত , উনাকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য কোন বই ভালো হবে? তথ্যঃ উনি একটু উরাধুরা (modern) চলাফেরা পছন্দ করে, স্বামীর সাথে বর্তমানে সমস্যা তাই আলাদা থাকছে। ইসলামে নারীর প্রতি স্বামীর যে দায়িত্ব এবং নারীর যে সম্মান এটা বুঝালে তা তাকে আকর্ষণ করতে পারে মনে হয়। এর বাহিরেও সাজেশন দিতে পারেন ইন শা আল্লাহ্‌। তবে ওর জন্য মজা লাগে এমন গল্প টাইপ বই ভালো হবে মনে হয়। উনি নিজের হিন্দু ধর্ম যে সেভাবে পালন করেন তা না।
আমি বক্তা হিসেবে ভালো না। বই দেয়া টা আমার জন্য সহজ। তবে দাওয়ার জন্য আরো কোন পরামর্শ থাকলে দয়া করে ্দিবেন ইন শা আল্লাহ্‌।
জাঝাকাল্লাহু খাইরন

1 Answer

0 votes
by (575,580 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন বা জীবন ব্যবস্থা হল ইসলাম:

দ্বীন-ইসলাম হচ্ছে বিশ্বমানবতার জন্য আল্লাহ তা’আলার নিকট একমাত্র মনোনীত ও গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম। ইসলাম ছাড়া যত ধর্ম এবং মতাদর্শ রয়েছে সবই বাতিল- মিথ্যা। 

আল্লাহ তাআলা বলেন:

إِنَّ الدِّينَ عِندَ اللَّـهِ الْإِسْلَامُ

“আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন (জীবন ব্যবস্থা) ইসলাম।” (সূরা আলে ইমরান: ১৯)

তিনি আরও বলেন:
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দ্বীন (ধর্ম, মতাদর্শ,জীবন ব্যবস্থা) অনুসন্ধান করবে তার নিকট থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” (সূরা আলে ইমরান: ৮৫)

সুতরাং আমাদের মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস প্রথিত করা অপরিহার্য যে, আল্লাহ তা’আলার নিকট একমাত্র পছন্দনীয়, নির্বাচিত এবং গ্রহণযোগ্য দ্বীন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম, মতামত ও মতাদর্শ আছে সবই বাতিল, ভ্রান্ত এবং মিথ্যা।

কেউ যদি ইসলামের প্রতি সন্দেহ পোষণ করে বা ইসলামকে প্রত্যাখ্যান করে সে নিশ্চিতভাবে কাফির হয়ে যাবে। আর কাফিরের পরিণতী চিরস্থায়ী জাহান্নাম।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
আপনার উক্ত বান্ধবীর জন্য করনীয়ঃ-
নেককার মহিলাদের সোহবতে বেশি বেশি থাকতে হবে।

বেশি বেশি কুরআন তিলাওয়াত করতে হবে। 
কুরআন যে মু'জিযা,একজন উম্মি নাবী থেকে ১৪০০ বছর আগে পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দেয়া এমন এক মহা গ্রন্থ এসেছে,বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্টা করা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার উক্ত বান্ধবীকে প্যারাডক্সিকাল সাজিদ,সত্যকথন,উল্টো নির্ণয়, সহ এ সংক্রান্ত গ্রন্থ গুলি হাদিয়া দিতে পারেন।
বা এই বই গুলোর আলোকে জ্ঞান অর্জন করে তাদেরকে বুঝাতে পারেন।

"প্যারাডক্সিকাল সাজিদ"  সহ আরিফ আজাদের বাকি বই গুলো দেয়ারও পরামর্শ থাকবে  

তাহাজ্জুদ সহ সকল আমলে কান্নাকাটি তার হেদায়েতের জন্য দোয়া করতে পারেন। 

আসিফ আদনান ভাই, শামছুল আরেফিন শক্তি ভাই ও ইফতেখার সিফাত ভাইয়ের নিয়মিত লেখা গুলি পড়তে বলতে পারেন।
তাদের লিখিত বইগুলি পড়তে বলতে পারেন।

Asif Adnan, Amiruzzaman Shamsul Arefin Shakti, Iftekhar Sifat ভাইদের ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। উনাদের পোস্টগুলো পড়তে বলতে পারেন। আগে যেসব পোস্ট করা হয়েছিলো সেগুলোও।

"হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক লড়াই" "চিন্তাপরাধ" সহ ইফতেখার সিফাত ও আসিফ আদনান ভাইয়ের ভালো কিছু বই আছে, সেগুলো পড়তে বলতে পারেন। এ ক্ষেত্রে খুবই কাজে দেয়।

(০২)
"হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি" 
-মুফতি যুবায়ের আহমাদ 

উক্ত বইটি হাদিয়া দিতে পারেন।

ইহা ছাড়াও হিন্দুদের বিষয়ে আমাদের IOM  এর প্রিন্সিপাল মুহতারাম মুফতি যুবায়ের আহমাদ দাঃবাঃ এর লিখিত আরো অনেক বই আছে,সেগুলো সংগ্রহ করে হাদিয়া দিতে পারেন।

আল্লাহ তায়ালা আপনার সহায় হোন,আমিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...