আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার বাবা ওপেনলি হারাম জিনা- ব্যভিচার, পরকিয়া,মদ্যপান,মাদক সেবন ইত্যাদি করে আসছে দীর্ঘদিন যাবত।আমারবাবার খুব সচ্ছল ইনকাম থাকলেও টেনেটুনে সংসার চালাতেন আম্মা। ছোটবেলা থেকেই দেখে আসছি,বাবা মেয়ে আনতেনঘরে, আমার আম্মা সব দেখেও কিছু বলতেন না আমাদের জন্য।এখন আমরা বড় হয়েছি।আমরা ৩ ভাই বোন। ২জন বিবাহিতএবং আমি সন্তানসম্ভাবা। এমতবস্থায় ও উনি এসব কুকর্ম ছাড়েন নি।কর্পোরেট অফিসের খুব ভালো পজিশনে আছেন।এখনওবেতন ১ লাখ ৭০ হাজার। বড় ভাই ভাবিকে নিয়ে আলাদা হয়ে গেছেন। পুরো সংসার এর ভার আমার ছোট ভাই এর উপর।বাবা টাকা পয়সা দেন না। উল্টো ভাই এর কাছ থেকে টাকা নিতে চান। এবং আম্মার ভরনপোষণ দেওয়া বন্ধ করেছেন প্রায় ১০বছর এর বেশি। এমন কি উনি আমার দাদি অর্থাৎ উনার মায়ের খরচ ও দেন না। সেটাও দেয় আমার ছোট ভাই। এগুলা নিয়েপ্রায়ই প্রায়ই সংসার এ ঝগড়া ঝামেলা লেগে থাকে। উনি এতো বেতন এর টাকা কি করেন জিজ্ঞেস করলেই ঝগড়া করেন, ঝামেলা করেন। এখন এই পর্যার এসে ভাই ও আর উনার সাথে থাকতে চাচ্ছে না। উনাকে আলাদা হয়ে যেতে বলেছে। আমার ওবাবার প্রতি কোনো টান আসে না, আমি এখানে বাবার সাপোর্ট এ কোনো কথাও বলতে পারি না। উনার প্রতি চরম লেভেল এরঘৃনা আসে, উনার কুকর্মের জন্য। আমি মেয়ে হয়ে আমার বাবার আমার বয়সি মেয়েদের সাথে কুকর্ম নিজে দেখে মানতে পারিনা। উনার জন্য দুআ ও আসে না। আমি এর আগে অনেক বুঝানোর চেষ্টা করেছি, আল্লাহ তা'আলার ভয় ও দেখয়েছি। কিছুইকাজে আসে না। এমন কি উনি উনার বড় ভাই, মা কোনো গুরুজনকেও তোয়াক্কা করেন না। আর আমার আম্মার সাথে তোকোনো সম্পর্কই নেই, শুধু এক বাসাতে থাকেন, কথাও নাই কারো সাথে।
আরেকটা কথা বলি, আমার ছোট ভাই একজন ইউটিউবার তো এইদিক থেকে দেখলেও ওর ইনকাম হারাম। আব্বাকে আমিএটাও বলেছি, তোমার হালাল ইনকাম থাকতে আমাদের ভাই এর হারাম ইনকাম খাইতে বাধ্য কইরো না। এরপরও আব্বারকোনো তোয়াক্কা নাই। উল্টো ভাই এর প্রায় ৩-৪ লাখ টাকা উনি নিয়ে এখন অস্বীকার করেন।
প্রশ্ন হচ্ছে - এই হচ্ছে হালত। এমতাবস্থায় আমার মেয়ে হিসেবে এবং বোন হিসেবে করনীয় কি?
-আমি,আমার মা কি ভাই এর এই ইনকাম গ্রহণ এবং প্রয়োজন এ খরচ করতে পারবো? আমার জাওয ও তেমন সচ্ছল না, যারকারনে আমার বেশির ভাগ খরচ ও এখন ও ভাই ই দিচ্ছে।
-আমার যদি বাবার প্রতি কোনো টান না আসে , কথা না বলি, দুআ না করি তাহলে কি গুনাহগার হবো?