আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
69 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু, উস্তাদ আমার এক পরিচিত আন্টি একটা আমল করেন বৃষ্টির পানি দিয়ে সেটা হলো,

"বৃষ্টির পানি দ্বারা আমল

নবী করীম পানিতে এই (সঃ) বলেছেন আমল করে শরীরের হাড্ডি থেকে আর সাথে যদি যে পান ব্যক্তি বৃষ্টিব করিবে রোগ বের হয়ে যাবে, জমজমের পানি মিশিয়ে নেয় তবে আরো কার্যকর হবো আগে পরে ৩ বার ৭০ বার পুরা ফাতিহা ৭০ বার করে চার ফুল ৭০ বার আয়াতুল কুরশি ৭০ বার দোয়া ইউনুস। দরুদ পড়তে হবে "

উস্তাদ এই আমলটা কি সহিহ? যদি জানাতেন তাহলে মুনাসিব হতো ইন শা আল্লাহ।
যদি সহিহ না হয় তাহলে আমি তাকে কিভাবে বুঝাবো? কারন তার পরিচিত অনেকেই এই আমল করেন!

1 Answer

0 votes
by (63,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بسم الله الرحمن الرحيم

জবাব,

নাস (রা.) কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন, একবার আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম; তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসুল (সা.) তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, ‘কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত।’ (মুসলিম, হাদিস : ৮৯৮)

বৃষ্টি সাধারণত আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বয়ে আনে। আবার কখনো অকল্যাণ ও মন্দ কিছুও থাকতে পারে। তাই কল্যাণকর বৃষ্টির দোয়া করা সুন্নত। আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ।’ [হে আল্লাহ, কল্যাণকর বৃষ্টি বর্ষণ করুন]। (বুখারি, হাদিস : ১০৩২)

অন্য বর্ণনায় রয়েছে, ‘আল্লাহুম্মা, সায়্যিবান হানিআ।’ [হে আল্লাহ, এ যেন তৃপ্তিদায়ক বৃষ্টি হয়]। (আবু দাউদ, হাদিস : ৫০৯৯)

প্রয়োজনমাফিক বৃষ্টি কল্যাণকর। কিন্তু অতিবৃষ্টি ও বন্যা অবশ্যই খারাপ। যখন প্রবল বৃষ্টি হতো তখন নবী (সা.) বলতেন,

اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়া-লাইনা, ওয়ালা আলাইনা; আল্লাহুম্মা আলাল আ-কাম ওয়াজ জিরাব ওয়া বুতুনিল আওদিআ; ওয়া মানাবিতিস শাজার। (বুখারি, হাদিস : ১০১৪)

অর্থ : হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দিন, আমাদের ওপরে নয়। হে আল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং গাছ-উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন।

আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বজ্রপাতের সময় কথা বন্ধ রাখতেন। আর বলতেন

 وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ

উচ্চারণ : ওয়া য়ুসাব্বিহুর রা’দু বিহামদিহি, ওয়াল মালাইকাতু মিন খিয়ফাতিহি। (সুরা রাদ, আয়াত : ১৩)

অর্থ : বজ্র ও সব ফেরেশতা সন্ত্রস্ত হয়ে তার প্রশংসা পাঠ করে।

এরপর বলেন, এটি দুনিয়াবাসীর জন্য চরম হুমকি। (আদাবুল মুফরাদ, হাদিস : ৭২৩; মুয়াত্তা মালেক, হাদিস : ৩৬৪১; আল-আজকার, হাদিস : ২৩৫)

প্রসঙ্গত, বৃষ্টিপাতের সময় বান্দাদের ওপর আল্লাহর রহমত, করুণা ও সম্পদে প্রাচুর্য নেমে আসার সময়; তাই এটি দোয়া কবুলের উপযুক্ত সুযোগ। সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে- নবী (সা.) বলেন, ‘দুইটি দোয়া প্রত্যাখ্যান করা হয় না। আজানের সময়ের দোয়া ও বৃষ্টির সময়ের দোয়া।’ (মুস্তাদরাক, হাদিস : ২৫৩৪; তাবারানি, হাদিস : ৫৭৫৬; সহিহুল জামে, হাদিস : ৩০৭৮)

জায়েদ ইবনে খালেদ জুহানি বলেন, রাসুলুল্লাহ (সা.) হুদাইবিয়ায় রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি বললেন, ‘তোমরা কি জানো তোমাদের রব কী বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। তিনি বলেছেন, ‘আমার বান্দাদের কেউ আমার প্রতি ঈমান নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে। যে বলেছে, বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহি তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে, অমুক অমুক তারকার কারণে, সে আমার প্রতি অস্বীকারকারী এবং তারকার প্রতি ঈমানদার।’ (বুখারি, হাদিস : ৮৪৬; মুসলিম, হাদিস : ১৫)

বৃষ্টি শেষে রাসুল (সা.) সাহাবায়ে কেরামকে একটি বিশেষ দোয়া পড়ার প্রতি তাগিদ দিয়েছেন, দোয়াটি হলো‘মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহ’।

অর্থ : আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। (বুখারি, হাদিস : ১০৩৮)সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 তবে প্রশ্নের উল্লেখিত  আমলটি কোরআন ও সুন্নাহের দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত নয়।  এছাড়া উপরে উল্লেখিত আমল গুলো  হাদিসের মাধ্যমে প্রমাণিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...