আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
229 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
I am 24 years old woman. I did a lot of mistakes in my life specially zina and i have a lot of truma. I made tawba and i am trying to be a good muslim woman who goes to jannah. As i have a lot of trauma and i did zina so a lot of good muslim man i know will not accept me and i know myself that i will also not be a good wife. My zina and mentally truma level is too much. Now all i want to do is worship and follow islam. Will i be sinful if I don't marry. Also i am orphan and i have only few relatives beside me but i can earn my living. Can i stay without marriage all of my life?

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://www.ifatwa.info/2357 ফাতাওয়ায় আমরা বলেছি যে,  হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত

ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮﺩٍ - ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ - ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -: «ﻳَﺎ ﻣَﻌْﺸَﺮَ اﻟﺸَّﺒَﺎﺏِ ﻣَﻦِ اﺳْﺘَﻄَﺎﻉَ ﻣِﻨْﻜُﻢُ اﻟْﺒَﺎءَﺓَ ﻓَﻠْﻴَﺘَﺰَﻭَّﺝْ، ﻓَﺈِﻧَّﻪُ ﺃَﻏَﺾُّ ﻟِﻠْﺒَﺼَﺮِ ﻭَﺃَﺣْﺼَﻦُ ﻟِﻠْﻔَﺮْﺝِ، ﻭَﻣَﻦْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﻌَﻠَﻴْﻪِ ﺑِﺎﻟﺼَّﻮْﻡِ، ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﻪُ ﻭِﺟَﺎءٌ» . ﻣُﺘَّﻔَﻖٌ ﻋَﻠَﻴْﻪِ.

রাসূলুল্লাহ সাঃ বলেন-হে যুবকদের দল!তোমিদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে তার জন্য চক্ষু ও লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম।আর যে বিয়ের সামর্থ্য রাখেনা সে যেন রোযা রাখে। কেননা রোযা তার জন্য খাহেশাতকে নির্মূল করার মাধ্যম।(মিশকাতুল মাসাবিহ-৩০৮০)

এ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/119

হাদীস শরীফে এসেছেঃ

আলক্বামাহ (রহ.) হতে বর্ণিত,

عن علقمة، قال: كنت مع عبد الله، فلقيه عثمان بمنى، فقال: يا أبا عبد الرحمن إن لي إليك حاجة فخلوا، فقال عثمان: هل لك يا أبا عبد الرحمن في أن نزوجك بكرا، تذكرك ما كنت تعهد؟ فلما رأى عبد الله أن ليس له حاجة إلى هذا أشار إلي، فقال: يا علقمة، فانتهيت إليه وهو يقول: أما لئن قلت ذلك، لقد قال لنا النبي صلى الله عليه وسلم: «يا معشر الشبابمن استطاع منكم الباءة فليتزوج، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء»

তিনি বলেন, যখন আমি ‘আবদুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলাম, ‘উসমান (রাঃ) তাঁর সঙ্গে মিনাতে দেখা করে বলেন, হে আবূ ‘আবদুর রহমান! আপনার সাথে আমার কিছু দরকার আছে। অতঃপর তারা দু’জনে এক পাশে গেলেন। তারপর ‘উসমান (রাঃ) বললেন, হে আবূ ‘আবদুর রহমান! আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ের বিয়ে দিব, যে আপনাকে আপনার অতীত কালকে স্মরণ করিয়ে দিবে? ‘আবদুল্লাহ্ যখন দেখলেন, তার এ বিয়ের দরকার নেই তখন তিনি আমাকে ‘হে ‘আলক্বামাহ’ বলে ইঙ্গিত করলেন। আমি তাঁর কাছে গিয়ে বলতে শুনলাম, আপনি আমাকে এ কথা বলছেন (এ ব্যাপারে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে যুবকের দল! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেন ‘সওম’ পালন করে। কেননা, সওম যৌন ক্ষমতাকে দমন করে।(সহীহ বোখারী-৫০৬৫)

«النِّكَاحُ حَالَةَ الِاعْتِدَالِ سُنَّةٌ مُؤَكَّدَةٌ مَرْغُوبَةٌ، وَحَالَةَ التَّوَقَانِ وَاجِبٌ، وَحَالَةَ الْخَوْفِ مِنَ الْجَوْرِ مَكْرُوهٌ.» - «الاختيار لتعليل المختار»

 (3/ 82)

স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নতে মু’আক্কাদা। আর যিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনায় বিয়ে করা ওয়াজিব। আর স্ত্রীর জুলুম করার আশংকা থাকলে তখন বিয়ে করা মাকরুহ।(আল-এখতিয়ার লি তা’লিলিল মুখতার-৩/৮২)

বিস্তারিত জানুনঃ  https://ifatwa.info/15253/

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রিয় বোন! আপনি আপনার জীবনের বিগত গুনাহের উপরে অনুতপ্ত হয়ে  আল্লাহ সুবহানু তায়ালার নিকট  খালেস অন্তরে তওবা করুন।  আপনি যত বড়ই পাপী হন না কেন আল্লাহ তায়ালা মহান।  তিনি তওবাকারী কে পছন্দ করেন এবং তার যাবতীয় গুনা মাফ করে দেন।  আপনার তওবা যদি কবুল হয়ে যায় অবশ্যই আল্লাহ তায়ালা আপনাকে উত্তম একজন জীবনসঙ্গী দান করবেন। তাওবা সম্পর্কে আরো জানুন: https://ifatwa.info/5905/

বিয়ে না করলে  যে গোনাহ হবে, বিষয়টা মূলত এমন নয়। বরং বিয়ে না করার দরুণ কেউ কোনো হারাম কাজে লিপ্ত হলে তার অবশ্যই গোনাহ হবে। এবং সময়মত বিয়ে না দেওয়ার দরুণ মাতাপিতারও গোনাহ হবে। কেননা তারা তাদের অর্পিত দায়িত্বকে পালন করেনি। বিধায় হতাশ না হয়ে তাওবা করার পর সুন্নাহ পদ্ধতি অনুযায়ী বিবাহের দিকে অগ্রসর হওয়া পারামর্শ থাকবে। আরো জানুন: https://ifatwa.info/14305/ 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (2 points)
Kintu amar question taw ata chilo na.... ami bolte chaitesi ami kokhno bia korbo na... ata ki islam a permissible?? 
by (63,450 points)
আপনার প্রশ্নের  উত্তর আপডেট করা হয়েছে।
by (2 points)
amar gunah amar allah maf korlo kintu amar life partner amar otit mante parbe na tokhn ami ki korbo...amar actually akhn ki kora uchit 
by (63,450 points)
কোন গুনাহ থেকে তাওবা করার পর উক্ত গুনাহের কথা কারো নিকট প্রকাশ না করা। উক্ত গুনাহের কথা স্বরণ হওয়ামাত্র ইস্তেগফার করা। প্রিয় বোন! এই ফেতনাময় যুগে ঈমান ও আমলের হেফাজতের জন্য বিবাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হবে বলে মনে করি। 
by (2 points)
Tahole shae jokhn amar past nia question korbe tokhn ami ki bolbo? Ami take betray korchi amar past na bole? 
by (5 points)
Zina level too much!!! 
যদি তা-ই হয়, তাহলে আর বিয়ে কইরেন না। যা মজা নেওয়ার তো নিয়েই নিছেন। 
এখন খালি ইসলাম নিয়ে পড়াশোনা করেন। আকিদা, ফতওয়া, ইতিহাস (ইসলামি) এগুলো পড়েন। হানাফি / সালাফি ডিবেট নাস্তিক, হিন্দু এবং এনসারিং ইসলাম খ্রিস্টান / মুসলিম ডিবেট এগুলো দেখেন।
অটোমেটিক্যালি, জীবন চলে যাবে। দেখবেন, আর বিয়ে নিয়ে চিন্তা হবে না আশা করি।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 171 views
...