আসসালামু আলাইকুম
সুদি ব্যাংক কোন গুলো আমার ধারণা নেই। নীচের দুইটি ব্যংক কি সুদি ব্যংকের তালিকায় পড়ে?
১. আমার দুইজন আত্মীয় গ্রামীন ব্যাংক এবং গ্লোবাল ইসলামি ব্যংকের ম্যনেজার, অফিসার পদে চাকরি করেন। আমার প্রশ্ন হল, সার্বিকভাবে তাদের থেকে টাকা ধার নেয়া এবং তাদের দ্বারা ক্রয়কৃত খাবার, উপহার কি আমার খাওয়া এবং নেওয়া জায়েয হবে?
আমার দ্বিতীয় প্রশ্ন হল, নির্দিষ্ঠভাবে পূর্বে তাদের যেসব টাকা হয়ত হারাম সুদ হতে প্রাপ্ত এবং আমি সেটা অবগত ছিলামনা না কিন্তু ধার নিয়েছি, সে টাকায় কেনা খাবার খেয়েছি, পোশাক এবং উপহারাদি গ্রহণ এবং ব্যবহার করেছি সেজন্য কি আমার হারাম গ্রহণের গুনাহ হয়েছিল? হলে আমার করণীয় কী?