ওয়া আলাইকুমুস সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/92213/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
শিশুদের পুতুল সম্পর্কে কেউ কেউ জায়েয বলেন, আবার কেউ কেউ নাজায়েয বলেন।
সুতরাং উত্তম হল,
খেলনার
পুতুল থেকে সন্তানাদিকে বাঁচিয়ে রাখা এবং এটাই তাকওয়ার সর্বাদিক নিকটবর্তী ও সার্বিক
বিবেচনায় অধিক কল্যাণকর। কেননা সন্দেহ মূলক জিনিষ থেকে বেঁচে থাকাই মু'মিন দের জন্য উচিৎ ও কাম্য।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/320
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
□
ছোট
বাচ্ছাদের জন্য টুকরো কাপড় দিয়ে চোখ মুখ না একে যদি পুতুল বানিয়ে দেয়া হয়, তাহলে রুখসত থাকবে।
□
হাত
পা ছাড়া কাপড়ের বানানো পুতুল, শুধু চুল দেয়া হয় এরকম পুতুল বাচ্ছাদেরকে দেয়া অনুচিত।
তবে যদি নাক কান তাতে না থাকে, তাহলে সমস্যা হবে না।
শিশুদের জন্য খেলনার পুতুল দিয়ে খেলা করা কেউ বলেন নাজায়েয, আবার কেউ বলেন জায়েয।
সুতরাং প্রশ্নে
উল্লেখিত ছুরতেও উত্তম হল, খেলনার পুতুল থেকে সন্তানাদিকে বাঁচিয়ে
রাখা এবং এটাই তাকওয়ার সর্বাদিক নিকটবর্তী ও সার্বিক বিবেচনায় অধিক কল্যাণকর। কেননা
সন্দেহ মূলক জিনিষ থেকে বেঁচে থাকাই মু'মিনদের জন্য উচিৎ ও কাম্য।