আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
44 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (47 points)
আসসালামু আলাইকুম।
https://www.facebook.com/100086199763468/posts/pfbid0qKD5bfDrwmoy3ELD7oDh9Dpe2Nr4qGZHT9qarMBU4YSRGrMogTnpst4j4uGb4t9ul/?app=fbl

এই লিংকের  উল্লিখিত পুতুলটা  বানানো কি জায়েয হইসে? বাচ্চাদের খেলার জন্য।
একটু জলদি জানালে ভালো হয়

1 Answer

0 votes
by (54,210 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/92213/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

শিশুদের পুতুল সম্পর্কে কেউ কেউ জায়েয বলেন, আবার কেউ কেউ নাজায়েয বলেন। সুতরাং উত্তম হল, খেলনার পুতুল থেকে সন্তানাদিকে বাঁচিয়ে রাখা এবং এটাই তাকওয়ার সর্বাদিক নিকটবর্তী ও সার্বিক বিবেচনায় অধিক কল্যাণকর। কেননা সন্দেহ মূলক জিনিষ থেকে বেঁচে থাকাই মু'মিন দের জন্য উচিৎ ও কাম্য। 

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/320


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


ছোট বাচ্ছাদের জন্য টুকরো কাপড় দিয়ে চোখ মুখ না একে যদি পুতুল বানিয়ে দেয়া হয়, তাহলে রুখসত থাকবে।

হাত পা ছাড়া কাপড়ের বানানো পুতুল, শুধু চুল দেয়া হয় এরকম পুতুল বাচ্ছাদেরকে দেয়া অনুচিত। তবে যদি নাক কান তাতে না থাকে, তাহলে সমস্যা হবে না।

শিশুদের জন্য খেলনার পুতুল দিয়ে খেলা করা কেউ বলেন নাজায়েয, আবার কেউ বলেন জায়েয।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতেও উত্তম হল, খেলনার পুতুল থেকে সন্তানাদিকে বাঁচিয়ে রাখা এবং এটাই তাকওয়ার সর্বাদিক নিকটবর্তী ও সার্বিক বিবেচনায় অধিক কল্যাণকর। কেননা সন্দেহ মূলক জিনিষ থেকে বেঁচে থাকাই মু'মিনদের জন্য উচিৎ ও কাম্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...