আস্সালামু আলাইকুম হযরত,
হযরত বাসায় আমার বিয়ের জন্য পাত্রী দেখছে, তো একজন পাত্রী পাওয়া গেছে তিনি যথেষ্ট দ্বিনদ্বার আলহামদুলিল্লাহ, দুই পক্ষের সব কথা বার্তাই হয়েছে আলহামদুলিল্লাহ। পাত্রী পক্ষের বাসা দুরে হওয়ায় আমার আম্মু ভিডিও কলে কথা বলতে চান এবং পরবর্তীতে তিনি পাত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। কলে কথা বলার পর পাত্রীর বাহ্যিক সুন্দর্যটা আম্মুর আশানুরূপ হয়নি। (পাত্রী পক্ষ অপেক্ষা করছে মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিনা/ আমরা কবে তাদের বাসায় যাবো পাত্রীকে দেখতে এটা জানার জন্য)
এবার আসা যাক মুল পয়েন্টে- আম্মু ওইদিন রাতেই ফজর নামাজ পরে ঘুমে একটি স্বপ্ন দেখেন যে আম্মু বাসার কোনো কাজ করছিলো আর এই সময় পাত্রী এসে আম্মুকে খুব বিনয়ের সাথে বলছে আন্টি আপনারা কিছু জানচ্ছেন না যে, কিছুই বলছেন না যে তখন আম্মু বলে জনাবো, পাত্র তোমাকে জানাবে এভাবে বুঝিয়ে দেয়, স্বপ্নেই ইট্টু পরে আবার পাত্রী আসেন এবং খুব করুনার সাথে বলে আচ্ছা আন্টি মেয়েদের কি বিয়ে হয়না, আমার ও তো বিয়ে হবে এভাবে অনেকটা কষ্টে নাকি কথা গুলো বলেতে থাকে এবং আবার আম্মু বলেন হ্য হয় তো, তোমার ও হবে এভাবে বুঝায়, এবং বলে তুমি অন্য জামা পরে এসেছো যে(ভিডিও কলে যেই জামা দেখেছে আম্মু সেটা উদ্দেশ্য ছিলো)। পাত্রীর পিছনে তার মা, বাবা, ভাই কিছু জিনিস নিয়ে দাড়িয়ে থাকে পরে পাত্রী আম্মুকে সবার সাথে পরিচয় করায় (সম্ভাবত পর্দার আড়ালেই) তারপর আম্মু আমাদের বাসা ঘুড়িয়ে ঘুড়িয়ে বিস্তরিত ভাবে পাত্রীকে দেখায়। এই স্বপ্নটার কি কোনো অর্থ হতে পারে হযরত? এটা নিয়ে আম্মু পেরেশানিতে আছে।
বি:দ্র: আমি এবং পাত্রী দুইজনই ইস্তেখারা করে যাচ্ছি পাত্রী নাকি পজিটিভ পেয়েছে বাকি আমি কোনো কিছুই স্বপ্নে + আন্তরে কিছুই বুঝতে পারছিনা। বাকি কিছুদিন এর ভিতর পাত্রীকে সরাসরি দেখার জন্য বলা হবে ইংশাআল্লাহ।
বাকি এই স্বপ্নটার কি কোনো মানে হতে পারে হযরত?