১) মৃত ব্যক্তির ঈসালে সাওয়ালের জন্য কী কী করতে পারি? আমার ফুফু,চাচি,খালামনি,,,,যারা পৃথিবীতে থাকতে আমায় ভালোবাসতেন, স্নেহ করতেন,দ্বীনি মজলিসে নিয়ে যেতেন,তাদের জন্য দুয়া করার পাশাপাশি ঈসালে সাওয়াল করতে চাচ্ছি কীভাবে করবো?
২) কেনো মুসলিম কে স্বপ্ন বিপদে দেখলে,বা অন্যকেও(তারই ঘনিষ্ঠজন) তার ক্ষতি করতেছে যাকে আমি চিনি, তার(ননমাহরাম) জন্য সাদাকাহ করে দেওয়া হয়।এক্ষেত্রে এটা করা যাবে?
৩) আমি একজনকে জানি সে ভালো।কিন্তু কেও একজন তার অনেক বড়ধরনের ক্ষতি করতে চায়। আমি শিউর না।যে ক্ষতি করতে চায় সে যাকে সাথে নিয়ে ক্ষতি করার চেষ্টা করছে সে আমাকে ফেইক আইডি দিয়ে মেসেজ করেছে,যেন আমি সতর্ক হই,তারচেয়ে বড়ো বিষয় আমি যাকে চিনি তার ক্ষতি করবে,তাকেও যেন জানাই(আননোউন পারসোন তাই মেসেজের রিপ্লাই করিনি) যদিও সেটা ভালো কোনো বিষয়ের উদ্দেশ্য করতেছে, তার ইচ্ছে পূর্ণ করার জন্য করতেছে বা অন্য কোনো কারণ,,,,,(আমার কাছে এভিডেন্স না থাকায় শিউরিটি দিতে পারছি না) কিন্তু হারাম ওয়েতে করতেছে
আমি শিউর না তাই তাকে(যাকে চিনি) এ ব্যাপারে কিছু বলিনি যদিও পূর্বে সতর্ক করেছিলাম...........
আমার কী জানানো উচিত? এক্ষেত্রে আমার দায়িত্ব কতোটুকু একজন পরিচিত মানুষ হিসেবে।
নাকি উক্ত ব্যক্তি যাতে বিপদে না পরে সে দুয়া সাধ্যমতো সাদাকাহ করাই উচিত। ক্লিয়ার করলে ভালো হয় একটু কনফিউজড এটা নিয়ে
৪) অফলাইনে আপনাদের কাছ থেকে কোনো বিষয়ের ফতোয়া নেয়া যাবে?যদি হ্যা হয় তবে লোকেশন জানালে মুনাসিব হয় উস্তায। শায়েখ আহমাদউল্লহ হুজুরের ফতোয়া বিভাগ খুজতেছিলাম কিন্তু পাচ্ছি না,
আমাকে কাইন্ডলি জানাবের ঢাকা জেলার মধ্যে ইফতা বিভাগ কোথায় কোথায় রয়েছে?