আসসালামু আলাইকুম, হুজুর কেউ যদি কোন কথা বা কাজ এর সাথে এইভাবে বলে যে অইটা করলে বা ওইটা হলে বা এমন কোন কিছু হলে বা try করে ও যদি রাজি না হয় ইত্যাদি কথা বা কোন কাজ যদি না করে বা না রাজি করানো জাই কোন ভাবেই কোন কিছুর প্রতি তাহলে এইটা/ওইটা (তা,,,,,) কিন্তু মুখ দিয়ে তা,,,,,, উচ্চারন করে নাই এইটা/ওইটা এমন বাক্য বলসে বলে যদি কেউ তা,,,,, কেই বুজাই কিন্তু মুখ দিয়ে কোন উচ্চারণ করে নাই তা,,,,,, এতে কি আদো জেই কাজ বা কথার উপর এইটা বা ওইটা বাক্য উচ্চারন করসে কিন্তু তা,,,,, বাক্য টা উচ্চারন করে নাই এতে কি কোন তা,,,,,, হবে?
জানাবেন একটু তারাতারি।