আমার বেবি হয় ২৯ এপ্রিল
যেখানে ৪০ দিন হওয়ার পর নরমাল ডেলিভারির যারা তারা পাক হয়ে সালাত আদায় করতে পারেন । সেখানে আমার ৪ মাস ৯ দিন হচ্ছে ব্লাড যাওয়া বন্ধ না হয়ে কন্টিনিউ ব্লাড যাচ্ছে। যেরকম পিরিয়ড ব্লাড যায় সাধারণ ভাবে সেভাবেই যাচ্ছে। মাঝে মধ্যে সারাদিন এ, ১,২,৪ বার হচ্ছে, কখনও এরও বেশি আবার কমও।এতো দিন ধরে কেন ব্লাড যাচ্ছে আমি জানি না,, আর কবে সেটা কমবে তাও আমি জানি না,আমার শরীল অসুস্থ থাকে সবসময়। আগে কখনও আমার এমন হয় নি।
এখন আমার কথা হলো এতোদিন নামাজ আদায় না করে থাকা অসম্ভব। আমি এই অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে কি? আমার কাপড়ে এই ব্লাড লাগানো থাকলে নামাজ হবে কি? ব্লাড তো কন্টিনিউ যাচ্ছে আমি কতবার ই বা চেঞ্জ করবো কাপড়।
ডাক্তার এই ব্লাড টা কে বেবি প্লানিং এর একটা মেডিসিন দিয়ে বন্ধ করতে চায়,কিন্তু আমি ইসলাম টাকেই মেনে চলতে চাই।
বেবি হওয়ার পর আমি ডিপ্রেশনে থাকি লং টাইম আমি কিভাবে সব কিছু থেকে বের হয়ে আল্লাহর সেজদায় যাবো?