আসসালামু আলাইকুম।
আমি গতোকাল আমার বাচ্চাদের ঘুম পারাতে যেয়ে ইশার স্বলাত আদায় না করেই ঘুমিয়ে যাই।১২ টায় উঠে স্বলাত আদায় করি এবং খাবার খাই,ঘুম আসছিল না তাই রাত ২.৩৫ পর্যন্ত বই পড়ি(বাইতুল্লাহর মুসাফির)।তারপর মোবাইলে আমর ইবনে যামুর রঃ এর জীবনী পড়ছিলাম এবং দুরুদ পড়তে পড়তে শুয়ে পড়ি।সম্ভবত রাত ৩ টার দিকে ঘুমাই এবং স্বপ্নটি দেখি-
আমি আমার বাসায় আছি,বাসাটা বাস্তবে আমার বাসার সাথে মিল নেই এমন।পরিবেশটা থমথমে,অন্ধকার টাইপ। মনে হলো নামায পড়ে বসে আছি।আমার অপজিটে আমার ভাইয়া মোবাইল টিপে। এমন সময় হুট করে একটা সাপ চলে আসে,সাপটি অনেক চিকন, লম্বা এবং একদম কালো, এসে আমার দুই হাত পেঁচাচ্ছ, পর্যায়ক্রমে দুই পা ও পেঁচাচ্ছে।মনে হলো সাপটা আমাদের বাসার,বা আমিই পুষি এমন। খুব ভয় পাচ্ছিলাম কিন্তু ছাড়াতে পারছিলাম না্।এক পর্যায়ে সাপটা বড় হা করে কামড় দেয় আমাকে,কিন্তু ব্যাথা পাইনি মনে হলো আদর করছে এমন।এরপর আমি আমার ভাইয়াকে বলি তুমি দেখো না সাপটা আমাকে কামড় দিচ্ছে, তারপর ভাইয়া হাত বাড়ালে ভাইয়ার হাতে চলে যায়,ভাইয়ার হাতপ পেঁচাচ্ছ। এবং সেইম ভাবে কামড় দিয়ে ধরছে।ভাইয়া বলে দেখ বিড়াল যেমন আদর করে কােড় দিয়ে ধরে সাপটাও তেমন আদর করতেছে,ব্যাথা দেওয়ার জন্য না।এরপর আমি কিছু একটা বলে চিৎকার দিয়ে উঠি,আর ঘুম ভেঙে যায়।
এরপরই আমার মেয়ে উঠে যায়,ওর ডায়াপার চেঞ্জ করে দেই,কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে যাই এবং স্বপ্ন দেখি এক মহিলার হাত পা বাধা পড়ে আছে,মনে হচ্ছিল আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম সেখানে এক বয়ানে হুজুর একটা আয়াতে বর্ননা দিতে যেয়ে বললো বিড়ালের পেসাব নাপাক এটা বুঝাচ্ছিল।এরপর বললে পূর্বে মানুষরা বেত দিয়ে খাটের উপরে এবং পাশে বেড়া দিত যাতে বিড়ালের পেসাব না লাগে।আর উক্ত মহিলাটিকে মনে হয়েছিল, কোনো খারাপ কাজ করেছে তাই ইসলামী শারীয়াহ অনুযায়ী শাস্তি দিচ্ছে। এরপর ঘুম ভেঙে যায় ফজরের সময়
এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায?