ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রথম বার তালাকের পর দ্বিতীয় বার তালাক দিলে বা তালাক হলে, তখন ২ তালাক গণনা করা হবে।
(২) আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা জানে না এসব বললে তালাক হয়।তারা একসাথে থাকে এবং বহুবার এসব কথার রিপিট হয়।তিন তালাকের পর সংসার করলে, তারা পরকালে জিনার শাস্তি পাবে।
(৩) যদি স্ত্রী জানে যে, তিন তালাক হয়ে গেছে, তাহলে স্ত্রীর উপর ফরয হয়ে যায় যে, স্বামীর সাথে সংসার না করা।
(৪) তিন তালাকের পর সন্তান জন্ম নিলে সেই সন্তান অবৈধ হিসেবে বিবেচিত হবে।
(৫) প্রশ্নটি অষ্পষ্ট।
(৬) তিন তালাক না হলে তো সমস্যা নাই। তবে তিন তালাকের পর স্ত্রীর জন্য আর সংসার করা জায়েয হবে না।
(৭) স্বামী যদি স্ত্রীকে বলে যে, এমন নিয়ম থাকলে তোমাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে(মানে এক স্বামী থাকা অবস্থায় অন্যজনের সাথে বিয়ে দিয়ে পরীক্ষা করা) দেখতাম তুমি কেমন সুখী হও। এমন কথাবার্তায় তালাক হবে না।