বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/16468/
নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
ইসলামের প্রাথমিক যুগে মুতাআ ও সাময়িক
বিয়ের অনুমতি ছিল।
কিন্তু পরবর্তীতে অসংখ্য সহীহ হাদীসে
এটাকে হারাম ঘোষণা করা হয়।
যেমন এক হাদীসে এসেছে, আলী রাদিয়াল্লাহু
আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বার যুদ্ধের
কালে মুত'আ বিয়ে ও গৃহপালিত গাধার গোস্ত হারাম করেছেন। [বুখারী ৫১১৫, ৫৫২৩; আরও দেখুন বুখারীঃ
৪২১৬, মুসলিমঃ ১৪০৬, ১৪০৭]
কোন কোন বর্ণনায় এসেছে যে, এরপর মক্কা বিজয়ের
বছর সেটাকে আবার বৈধ করা হয়েছিল। কিন্তু সহীহ হাদীসে এসেছে যে, মক্কা থেকে বের
হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে, এ জাতীয় বিয়ে
কিয়ামত পর্যন্ত হারাম করে দেয়া হয়েছে। [মুসলিম: ১৪০৬]
এ হিসেবে মুত'আ বিবাহ প্রথমে
খায়বারের যুদ্ধে হারাম করা হয়। এরপর মক্কা বিজয়ের সময় হালাল করা হয়, অথবা কোন কোন
সাহাবী রাসূলের অগোচরেই না জানা অবস্থায় সেটা করেন। কিন্তু মক্কা বিজয়ের বছর আওতাসের
পর্যন্ত হারাম করে দেয়া হয়। [যাদুল মা'আদ]
বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/9085/
★যেহেতু স্বয়ং
রাসুলুল্লাহ সাঃ নিষেধ করেছেন,
সুতরাং তারপর আবু বকর সিদ্দিক রাঃ এর যামানা, উমর ফারুক রাঃ
এর যামান সহ কোনো যামানাতেই আর এটির আর অনুমতি ছিলোনা। এর পরেও যারা
করেছে, তারা হারাম কাজ করেছে।
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি
করে বিয়ে করাকে মু'তা বিয়ে বলে। আর সর্বসম্মতিক্রমে মু'তা বিয়ে নাজায়েয ও হারাম। এবং এর উপর সমস্ত উলামায়ে কেরামের
ইজমা রয়েছে।