এক ভাইয়ের স্ত্রীর সাথে তার মায়ের বনিবনা হচ্ছেনা। অবস্থা এমন যে শ্বাশুড়ি বউ উভয়েরই কমবেশি দোষ গুণ আছে। শ্বাশুড়ি বউকে বুঝতে চেষ্টা করেনা আবার বউও শ্বাশুড়িকে বুঝতে চাচ্ছেনা। কাউকে বুঝিয়েও কোন লাভ হচ্ছেনা। এমতাবস্থায় সেই ভাই খুবই মানসিক অশান্তিতে আছেন। অন্য আরেক ভাই তাকে পরামর্শ দিয়েছেন, "ভাই মা গেলে মা আর পাবেন না, বউ গেলে আরো দশটা বউ পাবেন। যদি বনিবনা না-ই হয় শ্বাশুড়ি বউয়ে তাহলে বউকে তালাক দিয়ে দেন।" এক্ষেত্রে সেই ভাই কি বউকে তালাক দিয়ে দিবে যেহেতু তার মায়ের আর বউয়ের একেবারেই বনিবনা হচ্ছেনা ?
সেই ভাই তার বউকে বলেছে তোমার সাথে আমার মায়ের ঝামেলা ঠিক না হলে আমি তোমাকে তালাক্ব দিয়ে দিব। এটা সে প্রায়ই বলে যাচ্ছে। সেক্ষেত্রে তার স্ত্রীর কি করা উচিৎ?