ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কতটুকু জ্ঞানার্জন একজন মুসলমানের উপর ফরয?
এ সম্পর্কে ইবনে আবেদীন শামী রাহ,বলেনঃ
لَا شَكَّ فِي فَرْضِيَّةِ عِلْمِ الْفَرَائِضِ الْخَمْسِ وَعِلْمِ الْإِخْلَاصِ؛ لِأَنَّ صِحَّةَ الْعَمَلِ مَوْقُوفَةٌ عَلَيْهِ وَعِلْمِ الْحَلَالِ وَالْحَرَامِ وَعِلْمِ الرِّيَاءِ؛ لِأَنَّ الْعَابِدَ مَحْرُومٌ مِنْ ثَوَابِ عَمَلِهِ بِالرِّيَاءِ، وَعِلْمِ الْحَسَدِ وَالْعُجْبِ إذْ هُمَا يَأْكُلَانِ الْعَمَلَ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ، وَعِلْمِ الْبَيْعِ وَالشِّرَاءِ وَالنِّكَاحِ وَالطَّلَاقِ لِمَنْ أَرَادَ الدُّخُولَ فِي هَذِهِ الْأَشْيَاءِ
দ্বীনের গুরুত্বপূর্ণ পাঁচটি ফারাইয(ভিত্তি) তথা কালেমা,নামায,রোযা,হজ্ব,যাকাত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানার্জন ফরয। এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই।কেননা উপরোক্ত ফারাইযের উপর আমল করা সে সম্পর্কে জানাশোনা এবং হালাল-হারাম ও রিয়া সম্পর্কে জানাশোনার উপর নির্ভরশীল।কারণ এবাদত কারী রিয়ার কারণে তার কৃত আমলের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়।এবং হিংসা-নিন্দা ও অন্যর ভালোতে অপচন্দনীয় মনোভাব সবই আ'মলের সওয়াব বিনষ্টকারী।এমনভাবে যে,যেমনভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়।এবং ক্রয়-বিক্রয় ও বিবাহ-তালাকে প্রবেশকারী ব্যক্তিবর্গের জন্য সে সম্পর্কে জ্ঞানার্জন ফরয। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1893
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইলম আহরণের স্পৃহা দেখে আমরা অভিভূত। আল্লাহ আপনার ইলমের স্পৃহাকে আরো বাড়িয়ে দেউক। ফিকহের কোনো বিষয় নিয়ে বাংলা কোনো কিতাবে সবিস্তারে আলোচনা পাবেন না। এমনকি আরবী উর্দু কিতাবে ও সবকিছু একসাথে পাওয়া দুস্কর। এজন্য অনেক সময় অনেক কিতাবাদি মুতালায়া করতে হয়। হ্যা, আপনি অনলাইনে বা সরাসরি কোনো ইসলামিক লাইব্রেরীতে উপস্থিত হয়ে কওমী ঘরণার কোনো আলেমের লিখিত কিতাব সংগ্রহ করে নিতে পারেন। আমরা আপনার বেসিক ধারণার জন্য সাজেস্ট করবো,আপনি 'ফাতাওয়ায়ে রাহমানিয়া' কিতাবখানা সংগ্রহ করতে পারেন। তাছাড়া বাংলা 'ফাতাওয়ায়ে আলমগিরি,হেদায়া, কুদুরি,নুরুল ইযাহ' সংগ্রহে রাখতে পারেন।