ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
بسم الله الرحمن الرحيم
জবাব,
রিযিক বৃদ্ধির জন্য ও
হালাল রিযিকের জন্য আপনার প্রতি নিম্নোক্ত আমল করার পরামর্শ থাকবেঃ-
তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন
করুন। কেননা খোদাভীতি ও আল্লাহর ওপর পূর্ণ
আস্থা স্থাপন রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। নিয়মিত তওবা ও ইস্তিগফার করুন। আল্লাহর রাস্তায় ব্যয় করুন। অসহায়ের প্রতি সদয় আচরণ করুন। অবিবাহিত হয়ে থাকলে বিবাহ করুন।পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে
সুসম্পর্ক রাখুন। অভাব থেকে মুক্তির জন্য
আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহর কাছে চাইলে আল্লাহ
বান্দার হাত ফিরিয়ে দেন না। ইরশাদ হয়েছে,
‘তোমরা আমাকে
ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব।’ (সুরা : মুমিন, আয়াত : ৬০)
★বাদ মাগরিব সুরা ওয়াকিয়ার
নিয়মিত আমল করবেন।
হজরত আব্দুল্লাহ ইবনে
মাসউদ [রা.] বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من قرأ سورة
الواقعة كل ليلة
لم تصبه فاقة
ابدا
যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত
করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ [রা.] তাঁর মেয়েদেরকে প্রত্যেক
রাতে এ সুরা তেলাওয়াত করার আদেশ করতেন। [বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮](মিশকাত পৃঃ ১৮৯)
আরো জানুনঃ- https://ifatwa.info/5904/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন !
১. রিযিক বৃদ্ধি হওয়ার
জন্য উপরে উল্লেখিত পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করুন এবং হতাশা থেকে বেরিয়ে আসার
চেষ্টা ও দোয়া করুন। যারা আপনার উপর লেভেলে আছে তাদের
দিকে না তাকিয়ে সর্বদা আপনার চেয়ে নিচু পর্যায়ে
যারা রয়েছেন, তাদের দিকে খেয়াল করবেন যে, আল্লাহ তাআলা তাদের থেকে আপনাকে ভালো রেখেছেন। কত মানুষ দুঃখ-দুর্দশার মধ্যে জীবন পার করছে তুলনামূলক ভাবে তাদের
চেয়েও আপনার জীবন ভালো চলছে। সর্বোপরি আল্লাহ
তায়ালার নিকট রিজিক বৃদ্ধির জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে হতাশ করবেন না।
২. যদি একান্ত আপনার প্রবল আশঙ্কা হয় যে, কেউ আপনাকে
জাদু করেছে কিংবা ব্ল্যাক ম্যাজিক করেছে এমতাবস্থায় আপনি স্থানীয় কোন রাক্বী ( যিনি
রুক্বইয়্যাহ শরইয়্যাহ স্পেশালিস্ট) এর শরণাপন্ন
হবেন এবং তার পরামর্শ গ্রহণ করুন।