আসসালামু আলাইকুম।
১/ আমার স্বামীর এক বন্ধু উনার লাইসেন্স দিয়ে অন্য একজনের সাথে ব্যবসা করছিলেন, কিন্তু ঐ লোকটি আমার স্বামীর বন্ধুর সাথে প্রতারণা করে।এরপর আমার স্বামীর বন্ধু ঐ লোকের সাথে ব্যবসা না করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে উনি আবার ব্যবসা শুরু করেন এবং আমার স্বামীকে পরামর্শক হিসেবে সাথে রাখেন কোন চুক্তি ছাড়া।উনি আমার স্বামীকে প্রতিমাসে উনার ব্যবসা থেকে যে আয় হয়,তা থেকে সামান্য কিছু অংশ টাকা দেন।
এখন আমার স্বামীর এই টাকা গ্রহণ করা কী জায়েজ হবে?