১) আমার ননাশের বিষয়ে একজন মহিলা অপবাদ স্বরূপ একটা কথা বলেছে ( আমার জানামতে সেটা অপবাদ) । এখন এই বিষয়টা কি আমার ননাশকে বলতে হবে? যেন ওই মহিলা যার কাছে এই কথা বলেছে তার কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারে এবং যে অপবাদ দিয়েছে তাকেও কিছু বলতে পারে।
আমার ননাশকে বললে অবশ্য কিছু ঝামেলা হওয়ার আশংকা আছে যেহেতু উনি একজন প্রতিবাদী মানুষ।
২) খাবারে ই কোডের ব্যাপারে জানার পর থেকে অনেক অনেক খাবার খেতে গিয়ে ই কোড দেখে আর খেতে পারি না। মানুষের বাসায় গিয়ে তারা যা খেতে দেয় তাতেও সমস্যা হয়, কারণ সবসময় তো প্যাকেট এ কি লেখা সেটা দেখতে পারি না। বিস্কুট, নুডলস, চিপস, আইসক্রিম এসব দেখলেই সন্দেহ সৃষ্টি হয় মনে। এই বিষয়ের কি কোনো সমাধান আছে?