ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম দেশে বসবাস, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যখন এ এমন আলোচনা আসে, তখন তাদের ধর্মীয় নিয়ম নীতি বা তাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসে?
তাছাড়া হাদীসে এসেছে,
আবু দাঊদ শরীফে হযরত সামুরা ইব্ন জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন :
ﻣﻦ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺳﻜﻦ ﻣﻌﻪ، ﻓﺎﻧﻪ ﻣﺜﻠﻪ –
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে”। (আবু দাঊদ, কিতাবুদ্দাহায়া) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3447
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের কোনো নিয়ত আপনার নাই। তাই আপনি দাওয়াত ও তাবলীগের দৃঢ়প্রত্যয় নিয়ে অমুসলিম দেশে অস্থায়ীভাবে যেতে পারবেন। যদি মেডিকেল ইন্সুইরেন্স বাধ্যতামূলক হয়, তাহলে সেটাতে অংশ নিতে পারবেন।উত্তম হল, মেডিকেল ইন্সুইরেন্সের সুযোগ সুবিধা গ্রহণ না করা।