আসসালামু আলাইকুম, আমরা জানি , ২জন প্রাপ্তবয়স্ক মানুষের (২১ বছর ছেলে ও মেয়ে ২০ বছর) বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী প্রয়োজন।এখন কেউ যদি কাজী অফিসে বিয়ে করে তবে কি ২ জন সাক্ষীর ১ জন কাজী হতে পারবে?নাকী কাজী ছাড়া আরো দুজন সাক্ষী লাগবে?
দুজন গোপনে কাজী অফিসে বিয়ে করে। তবে বিয়েতে বর কনের পরিচিত/আত্মীয় কেউ উপস্থিত ছিলোনা।কাজী তারপর বিয়ের নিয়মে বিয়ে পড়ায়,প্রথমে ছেলেকে বলতে বলে বলুন আমি ওমুক,ওমুকের মেয়েকে বিয়ে করতে সম্মত হলাম,কবুল,তারপর একইভাবে মেয়ে কবুল বলে।
কিন্তু, বিয়ের মুহুর্তে সেখানে কাজী ছাড়া আর একজন লোক শুধু উপস্থিত ছিলেন,যিনি কাজীর পরিচিত কিন্তু বর-কনের পরিচিত নয়,তিনিই উপস্থিত স্বাক্ষী হিসেবে কাবিননামায় স্বাক্ষর করেন।
কাজী তখন বলে স্বাক্ষী তো দুইজন লাগে,তখন ছেলে তার এক আত্মীয়ের নাম কাবিননামায় লিখে দেন সাক্ষী হিসেবে।কিন্তু তিনি এই বিয়েতে উপস্থিত ছিলেন না,এমনকি এই কি বিয়ের ব্যাপারে কিছু জানেনওনা।
বিয়েটা কি এক্ষেত্রে শুদ্ধ হয়েছে?অর্থাৎ বিয়েতে তো বর কনে কাজী আর ঐ লোকটাই শুধু উপস্থিত ছিলেন।
এক্ষেত্রে কাজী আর ঐ লোক- এই দুইজন সাক্ষী হিসেবে বিবেচিত হয়ে বিয়েটা কি শুদ্ধ হয়েছে?
নাকি কাজীকে সাক্ষী হিসেবে বিবেচনা করা যাবেনা,যেহেতু তিনি বিয়েটা পড়িয়েছেন?তাহলে কি বিয়ে শুদ্ধ হয়নি? জানাবেন <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240830_153346_033.sdocx-->