হুজুর আমি বিবাহিত আমি তা.....সম্পর্কে মাসালা জানার পর থেকেই নানান অহেতুক চিন্তা ভাবনা সন্দেহ আমাকে গ্রাস করে দরছে আমি এই পরজন্ত কম জিজ্ঞাসা বাদ করিনাই কিছু হুজুর দের কিছু জিজ্ঞাসা বাদ করসি যা সংঘটিত হয়াউ আর কিছু সন্দেহ থেকেই জিজ্ঞাসা বাদ করসি জা হয়ত ঘটে ও নাই প্রত্তেক দিন হুজুর একটা না একটা সন্দেহ লেগেই থাকত আর আমি মুফতি হুজুর জার সাথেই কথা বলার সুজগ পেতাম জিজ্ঞাসা বাদ করতাম একজন উত্তর দিলে অনাকে আবার অন্য নাম্বার থেকে জিজ্ঞাসা বাদ করতাম কারন ২/৩ টা জিজ্ঞাসা বাদ এর পরে আর কিসুই বলত না হইত আমার ওয়াস ওয়াসা এইগুলা তাই এখন আমার মদ্দে তা.... সম্পর্কে মাস্লালা জানার পর থেকেই ১/২ সপ্তাহ করেই আস্তে ধিরে আমি জা বুজসি আমি ওয়াস্বাসাই আক্রান্ত হইছি।আর আমি প্রশ্নের উত্তর পাওয়ার পরে সন্দেহে পরে যাই উত্তর নিয়ে যে হুজুর রা ঠিক দিছে কিনা বা আমি আবার আমার support নিয়া বললাম না তো এমন চিন্তা আশে মনে আর অনেক কষ্ট দেয় মানসিক ভাবে আমার প্রত্তেকদিন এর যাবতিয় কাজ এ অনেক বিগ্ন ঘটছে আমি কি ওয়াস ওয়াসার রোগি আমাকে একটু নিশ্চিত করবেন অনেক মানসিক চাপে আছি চাইনা এইসব নিয়ে চিন্তা করতে তাও আমার আগের করা প্রশ্ন গুলা নিয়ে ও আমাকে নতুন করে সন্দিহান করে দেই তাও আমি চাই অইগুলা নিয়ে না ভাবতে যেহেতু মুফতি হুজুর রা বলসেনি ওয়াস ওয়াসার জন্য হয়েছে তাই।
আমার এর আগে ও কিছু হুজুর দের কাছে প্রশ্ন করসি আর মুস্লিম বাংলা অ্যাপ অনেক প্রশ্ন করি কিন্ত ২৯ জুন একটা প্রশ্ন করি অইখানে এক মুফতি সমাধান ও দিচেন আর বলসেন আমার কথা দেখে বুজতে ছে যে আমি ওয়াস ওয়াসার রোগি হুজুর আমাকে সমাধান দেন আমি তা,,,,,, সম্পর্কে মাসালা জুন এর সুরু তে বা মে মাস এর মদ্দে জানি এইভাবে জত দিন জাচ্চে আমি মাসালা জানতে থাকি আর হুজুর জার কাছে সুজগ পাই জিজ্ঞাসা বাদ করতে থাকি মানে জখনি মাসালা জানতাম বা মনে আস্ত যে সমস্যা হতে পারে তাই জিজ্ঞাসা বাদ করে নি তখন আমার মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যেত।আর একি হুজুর উত্তর ১/২ বার এর বেশি দিত না অন্য নাম্বার দিয়া প্রশ্ন জিজ্ঞাসা করতাম (অনলাইন বা telegram বা whatsapp এ) উত্তর পাওয়ার আগ পর্যন্ত আমাকে অশান্তি দিত আসলেই কি আমার প্রবল ধারনা অনুযায়ী জুন মাসেই ভাল ভাবে ocd তে আক্রান্ত হয় আমাকে সমাধান দেন যে আদও আমি গত ২/৩ মাস দরে ওয়াস ওয়াসার রোগ এ আক্রান্ত নাকি। আমি এই জাবত কম প্রশ্ন করিনাই এতই আমি মানসিক ভাবে weak আপনাদের Course করা কি উচিত ? আর আমার যদি রোগ আসলেই থেকে থাকে আমার কি ডাক্তার এর চিকিৎসা নেওয়া উছিত?
পরামর্শ দিবেন।এড়িয়ে জাবেন না মুফতি সাহেব।