আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। শাইখ তানজীম নামের অর্থ টা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। একটা বইয়ে পরেছিলাম অতীতের মুসলিম বিব্দানরা গ্রহণ ননক্ষত্রের গণনাবিদ্যা বা জ্যোতিষ শাস্ত্রকে তানজীম বলে অভিহিত করতেন।
আবার গুগল এ সার্চ করে সেখানে তানজীম নামের অর্থ দেখাইছিল নিখুঁতভাবে পরিচালিত‚নির্ভূলভাবে পরিচালিত ‚সুবিন্যস্ত ‚বিন্যস্ত।  আর মানুষ তো কখনো নির্ভূল হইতে পারেনা এটা কি হারাম এর মধ্যে পড়ে।

আর আমার আইডি‚মাদ্রাসা ‚সার্টিফিকেট সব জায়গায় এই না দেয়া সেক্ষেত্রে করণিয় কি??

1 Answer

0 votes
by (589,380 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তানজিম শব্দের অনেক অর্থ হতে পারে। গ্রহনযোগ্য অনলাইন বিত্তিক আরবী ডিকশনারী 'আল-মাআনী' তে বর্ণিত রয়েছে। 

تَنْظِيْم [عام][اسم] انتظام قیام نظم ترتیب تنظیم ( 2 ) منظم جماعت ج: تنظیمات ۔
تَنْظِيْم [عام][اسم] ج: تنظیمات ۔
بِالتِرْتِيْب، مُرَتِبًا، بأَعْدَادٍ مُسَلْسَلَةٍ، بِانْتِظَامٍ، بِنِظَامٍ، بالتِنَاوُب، مُتَنَاوِبًا، بِصُفُوبٍ مُنْتَظِمَةٍ، في نِظَامٍ، في صَفٍّ مُنْتَظِم. [عام][اسم] ترتیب وار
بِصُوْرَةٍ مُنَظَّمَةٍ وَ مُنْتَظِمَةٍ ، مُنْتَظِمًا ، مُنَظَّمًا. [عام][اسم] منظم طور پر

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইতিপূর্বে আপনি এই নাম নিয়ে প্রশ্ন করছিলেন, আমরা জবাবও দিয়েছিলাম। তানজিম শব্দের অনেক অর্থ হতে পারে। জোতির্বিদ্যা যদি হয়,অথবা নিখুঁতভাবে পরিচালিত নির্ভূলভাবে পরিচালিত সুবিন্যস্ত বিন্যস্ত, সর্বাবস্থায়। এই নামের যেকোনো অর্থ আসুক না কেন? এদ্বারা নাম রাখা যেতে পারে।কোনো সমস্যা হবে না


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...