ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তানজিম শব্দের অনেক অর্থ হতে পারে। গ্রহনযোগ্য অনলাইন বিত্তিক আরবী ডিকশনারী 'আল-মাআনী' তে বর্ণিত রয়েছে।
تَنْظِيْم [عام][اسم] انتظام قیام نظم ترتیب تنظیم ( 2 ) منظم جماعت ج: تنظیمات ۔
تَنْظِيْم [عام][اسم] ج: تنظیمات ۔
بِالتِرْتِيْب، مُرَتِبًا، بأَعْدَادٍ مُسَلْسَلَةٍ، بِانْتِظَامٍ، بِنِظَامٍ، بالتِنَاوُب، مُتَنَاوِبًا، بِصُفُوبٍ مُنْتَظِمَةٍ، في نِظَامٍ، في صَفٍّ مُنْتَظِم. [عام][اسم] ترتیب وار
بِصُوْرَةٍ مُنَظَّمَةٍ وَ مُنْتَظِمَةٍ ، مُنْتَظِمًا ، مُنَظَّمًا. [عام][اسم] منظم طور پر
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইতিপূর্বে আপনি এই নাম নিয়ে প্রশ্ন করছিলেন, আমরা জবাবও দিয়েছিলাম। তানজিম শব্দের অনেক অর্থ হতে পারে। জোতির্বিদ্যা যদি হয়,অথবা নিখুঁতভাবে পরিচালিত নির্ভূলভাবে পরিচালিত সুবিন্যস্ত বিন্যস্ত, সর্বাবস্থায়। এই নামের যেকোনো অর্থ আসুক না কেন? এদ্বারা নাম রাখা যেতে পারে।কোনো সমস্যা হবে না