আসসালামু আলাইকুম
একটি জরুরি মাসআলা জানার ছিল।
৪ বছর আগে, ২০২০ এ আমার বিয়ে হয়। বিয়ের সময় আমাদের দুইজনের বয়স ছিল ১৮ বছর। আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে বিয়ে করি। আমাদের মধ্যে কোন হারাম সম্পর্ক ছিল না আগে থেকে। আমি ডিপ্রেসন এর পেশেন্ট গত কয়েক বছর ধরে। তাই হুট করেই এরকম সিদ্ধান্ত নেই। কেন নেই এখনও জানিনা। তবে ছেলে আমাকে পছন্দ করত আগে থেকেই। তাই বিয়ের কথা বললে সে রাজি হয়ে যায় সাথে সাথে। বিয়ের সময় একজন হুজুর ছিল, সাক্ষী হিসেবে ছেলের দুই বন্ধুর পাশাপাশি আরও কিছু মানুষ ছিল। সেখানেই হুজুরের মাধ্যমে বিয়ে হয় কোন কাগজ পত্রের রেজিস্ট্রেশন ছাড়া।
কোন কারণবশত আমাদের মধ্যে সম্পর্ক বেশিদিন টিকেনি। ছেলের সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল প্রায় ছয় মাস। এর আগে শুরুর দিকে আমি কয়েকবার তালাক চেয়েছি একপ্রকার জোর করেছি বললেই চলে। কিন্তু অনেক জোর করার পরেও ছেলে তালাক দেয়নি। ছয় মাস পর আমি ছেলেকে কল দেই, দেয়ার পর ছেলেকে তালাক এর কথা বললে তখন সে মুখে তিন বার তালাক বলে। ডিটেইল হলো, আমি বলেছি তালাক দেও, এরপর ছেলে বলেছে তালাক দিলাম। এরপর আবার বলেছি আরও দুইবার বলো, তখন ছেলে আরো দুইবার বলেছে তালাক দিলাম , তালাক দিলাম। ( তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বিয়ের পর )
কিন্তু এরপর ছেলে আবার আমার জীবনে আসতে চায়। গত ২০২৩ এ ছেলে নরসিংদী মাদ্রাসা ফতোয়া বোর্ড থেকে একটি ফতোয়া এনে দেয়। ফতোয়া অনুযায়ী সেখানে উল্লেখ করা হয় আমাদের নাকি বিয়েই হয়নি। অথচ আমি ব্যক্তিগত ভাবে যত আলেমা আপুদের জিজ্ঞেস করেছি সবাই বলেছে বিয়েও হয়েছে, তালাক ও হয়েছে। বিয়ের সময় ছেলে বেদ্বীন ছিল, মাযহাব সম্পর্কেও জানত না। আর আমি নামাজ পর্দা শুরু করেছিলাম। কূফু সম্পর্কে বলতে গেলে ওদের পরিবার আর আমাদের পরিবার সম্পদ, মর্যাদার দিক থেকে সামান্য পার্থক্য। ওদের জায়গা সম্পত্তি একটু বেশি। তবে আমাদের কারো পরিবারই ধার্মিক না।
গত মে, ২০২৪ এ ঐ ফতোয়া তে বিশ্বাস করে আমি ছেলেকে আবার বিয়ে করি। উল্লেখ্য আমার মধ্যে সিহর এর সব লক্ষণ আছে, আর আমি ব্যক্তিগত ভাবে আগে থেকেই ছেলেকে তেমন পছন্দ করতাম না, কিন্তু হুট করে তার জন্য পাগল হয়ে যাই। কিন্তু গত এক মাস ধরে আমার মধ্যে ওয়াসওয়াসা কাজ করে এই বিয়ে হয়নি।
এখন আমাকে এর সমাধান দিন। আগের বিয়ে কি সম্পূর্ণ বাতিল? বাতিল হলে পরের বার যে বিয়ে হয়েছে এটা কী বৈধ? আমার কি ইসলামিক ফাউন্ডেশন এ যেতে হবে লিখিত ফতোয়া আনার জন্য?