আসসালামু আলাইকুম
১.ক)আমার ছোট বেবির কারণে + আরো বিভিন্ন কারণে বালিশের কাভার নাপাক হতে পারে।কাজের লোক বালিশের কাভার ধুয়ে দেয়।সে ৩ ধোয়া দেয় না।এজন্য পাক নাপাকের সন্দেহে আমি ভেজা মাথা সরাসরি বালিশে রাখি না,একটা পাক কাপড় কাভারের উপর দিই তারপর মাথা রাখি বালিশে।আজ দেখলাম কাপড় টা মাথার চুলের পানি দিয়ে ভিজে গেছে সেই সাথে বালিশের কাভার টাও ভিজে গেছে।যদি বালিশের কাভার কোনো কারণে নাপাক হয়ে থাকে তাহলে কি আমার চুল নাপাক হয়েছে???অই চুলে নামাজ হবে না??
খ)রিলেটিভদের বাসায় গেলেও সেইম প্রব্লেম ফেস করি এক্ষেত্রে কি বালিশের কাভার নিজের বাসা থেকে নিয়ে যাব???
২.ক)বাসা চেঞ্জ করার পরে নতুন বাসায় উঠলে বেলকনির গ্রিল,বাথরুমের ক্লথ হ্যাজ্ঞার,রুমের দরজা কি পানি দিয়ে পাক করার দরকার আছে নামাজের কাপড় শুকানোর জন্য ???
খ)আমি তো জানি না আগের ফ্যামিলি মেম্বার রা নাপাক করেছে কিনা,,, যদি ওসবে ভেজা কাপড় শুকাতে দেয়া হয় তাহলে কি নামাজ হবে???
৩.ছাদে কাপড় শুকাতে দিয়ে আসার পরে যদি অন্য কেউ ছাদে উঠে নাপাক হাতে আমার কাপড় ধরে বা তার গায়ের টাচ লাগে কিন্তু এসব আমি জানতে না পারি,, আমার অগোচরে যদি কেউ নাপাক করে দিয়ে যায় আমার কাপড় তাহলে কি অই কাপড়ে আমার নামাজ হবে???