আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ শাইখ,
এখন স্টুডেন্ট ভাই থিসিস পেপার লিখে দেয়ার দায়িত্ব দিয়েছে,পেমেন্ট করে এজন্য। তিনি যে স্যারের আন্ডারে থিসিস করছেন,ঐ স্যার নিজেই দায়িত্ব দিয়েছে লিখে দেয়ার জন্য বলেছে। থিসিস সুপারভাইজার স্যারই থিসিস এর স্টুডেন্ট কে যেমন বলে তেমন করতে হয়,তিনিই সর্বেসর্বা বলতে গেলে,তার আন্ডারেই থিসিস হয়। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ শাইখ, একজন স্টুডেন্ট ভাই তার থিসিস পেপার লেখার দায়িত্ব দিয়েছে,পেমেন্ট করে। তিনি যেভাব বলেন,ঐভাবে থিসিস করতে হয়,পেপার লিখতে হয়। এক্ষেত্রে সুপারভাইজার স্যার নিজে দায়িত্ব দিয়েছেন,এই থিসিস পেপার লেখার। এটা কি হালাল ইনকাম হবে কিনা?