আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতূহ সম্মানিত উস্তায।
১. একটা বিষয়ে ইস্তিখারা করার পরে স্বপ্নে দেখি আমাদের বাড়িতে গেস্ট আসছে কিন্তু কোনো একটা কারনে আমি ভয় পাচ্ছি। আমি আমাদের সামনের রুমের বেড এ ছিলাম,তখন রাত,দরজা একটু খুলে গেছে সম্ভবত আমার মা বাহির থেকে এসে দরজা আটকায়নি,এজন্য কান্না করতেছিলাম ভয়ে যদি কেও চলে আসে বাট কান্নাটা ছিল মজা করে কান্না করা।এরপর আমার মা আসে দরজা বন্ধ করতে এবং বলতে থাকে উটে বন্ধ করলেই তো পারতি, তখন আমার চাচাত বোনের ছেলে কিছু একটা দেখায় বা দিয়েছে।এ সময় আমি ভাবছিলাম কী খালি খালি ভয় পাই আমি(বাস্তবেও এমন কোনো কারন ছাড়াই ভয় পাই) আরও দেখেছি মনে নেই।
এ স্বপ্নের মানে ইস্তিখারা পজিটিভ নিব নাকি নেগেটিভ ধরব?
২. আজকে সকাল ৮.৩০ এর দিকে ঘুমিয়ে পড়ি।এরপর দেখি আমার মায়ের হাত কেটে গেছে অনেকখানি।খুব সম্ভবত বটিতে।আমি হাত চেপে ধরি আর বলি হসপিটাল যেতে হবে সেলাই লাগবে।মা যেতে চাচ্ছিল না একটু পরেই ঠিক হয়ে যায়।এরপর দেখি আমার আংকেল আসে তারা কিছু একটা করে সেটা শুধু আমি দেখেছি,বিষয়টা উপকারী ছিল না,অনেক বড়ো ক্ষতি করে ফেলেছে এটা অপূরনীয় বিধায় আমি বাসার কাওকে বলিনি ঝামেলা বা মন খারাপ হবে এটা ভেবে।
এরপর দেখি ঢাকায় গন্ডগোল হচ্ছে, পিকআপে করে মানুষ বা ময়লা কিছু ঢেকে নিয়ে যাচ্ছে সেটার প্রতিবাদ করতে গিয়েছি কোনো এক আদালত বা সরকারের কাছে(মনে নেই শিউর)
এরপর দেখি আমি আর আমার এক আপু(অনলাইনে পরিচয়) কাশ্মীর যাচ্ছি।পথটা খুব সহজ নয়। অনেক কঠিন রাস্তাঘাট।আকা বাকা উচু নিচু।একটু যেয়েই হাপিয়ে যাচ্ছি। তারপরও আমরা দুজন যাচ্ছি, পথিমধ্যে একেকজন দুর্গম পথ পারি দিতে হেল্প করেছে। তারপর একটা জায়গা আসে সেখান দিয়ে কোনো মানুষ সহজে যেতে পারে না মৃত্যু হয়ে যায়,কিন্তু আমরা সে পথটাও পাড়ি দিয়ে কাশ্মীর পৌছাই,এখানেও এক লোক হেল্প করেছিল।(স্বপ্নে মনে হয়েছিল শুধু এই ভয়ংকর জায়গাটিতে আমি পূর্বেও এসেছি কিছু একটা নিতে এবং সে জিনিস নিয়েও যাই,জায়গাটা পরিচিত লাগছিল,এসময় মনে হয়েছিল ওলিভ ওয়েল,ক্যাষ্টর ওয়েল আর একটা কী যেন নিতে এখানে এসেছি,কারন খাটি জিনিস এখানেই পাওয়া যায় তাই)
এরপর আমি কাশ্মীরের মিটিং সভায় যাই,আমাদেরকে সবাই সানন্দে গ্রহন করে।কাশ্মীরে তখন খুবই খারাপ অবস্থা চলছিল।এরপর আমার সেই আপু পিছন দিয়ে একটা সিট এ বসে, এবং প্রয়েজনীয় কিছু কাজ সেরে নেন,কিন্তু আমি সামনে দিয়েই যাই,পাশে দাড়িয়ে পেপারস রেডি করছি এবং সেখানের প্রধানমন্ত্রী আমার সাথে মোলাকাত করেন,তিনি খুব খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেখানের প্রধানমন্ত্রী একটি মেয়ে। এরপর আমরা বিদায় নিয়ে চলে আসি,সেই ভয়ংকর জায়গা পর্যন্ত চলে আসি,এবং আমি কৌতুহল হয়ে দেখার চেষ্টা করি সেই জায়গাটি বর্তমানে কি রয়েছ,পূর্বের মতেই আছে কী না,আমি লক্ষ্য করলাম সেখানে একজন মহিলা/বাচ্চা শুয়ে আছে,দেখে মনে হলো বেধে বা গারো সম্প্রদায়ের কেও।এবং আমি সেখানে দুটো সাপের অবস্থান আবিষ্কার করলাম,কিন্তু সাপ দেখলাম না।পরক্ষণেই শুনি পূর্বের প্রধানমন্ত্রী (ইনিও মেয়ে) চলে আসছে সংসদ সভায়,তারপর আমরা দৌড়ে সেখানে যাই,সোখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে কোনো আক্রমন করতে দেইনি, তাকে বাধা দিয়ে বর্তমান প্রেসিডেন্টকে বাচাই।এবং তাকে তার লোকজনের সাথে পাঠিয়ে দেই।(দুজনই বেপর্দা ছিল)
এবং সে সংসদেও আমি দুটো সাপের অবস্থান লক্ষ্য করি।কিছুটা আকৃতি বুঝা যায় পুরোপুরি মাথা লেজ বুঝা যায় না অনেকটা এনিমেশন এর মতো।এরপর আমাকে হয়ত আমার আপু বা সেই প্রধানমন্ত্রী বলে যে সূরা নাস ফালাক্ব পড়ো হাত মুষ্টিবদ্ধ করে।আমি পড়তে থাকি এবং কিছুক্ষণের মধ্যে সেটি চলে যায়
এরপর সেখানের পরিস্থিতি স্বাভাবিক করে আমরা বিদায় জানিয়ে চলে আসি সংসদে আরও যতো সদস্য ছিল সবাই খুব ভালো আচরন করেছে।
আসার পথেই একটা সাকো পরে। যেটার অপজিটে মেয়েদের নির্যাতন করা হচ্ছে কাশ্মীরের বাহিনীরা।আমরা সেখানে ছুটে যাই এবং বাচানোর চেষ্টা করি।কয়েকটা মেয়েকে মেরে থেতলো করে দিয়েছে।এবং একটা মেয়ে চোখে এসিড নিক্ষেপ করে, এরপর সে নির্যাতনকারী ব্যক্তির অবস্থা খারাপ হতে থাকে।আমরা পানি আর যে কী নিয়ে গিয়েছিলাম।এরপর সেখানের ঝামেলা স্থগিত হলে বাসার দিকে বওয়ানা দেই।এরপর ঘুম ভেঙে যায় সকাল ১০টার দিকে।এ স্বপ্নের ব্যাখ্যা এবং আমার করনীয় কী হবে?
জাযাকাল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ