আসসালামু আলাইকুম
বন্যার কারনে আমরা ক্ষতিগ্রস্তদের ত্রান দেই। প্রথমে আমরা অল্প কিছু নিজ নিজ টাকা দিয়ে দেওয়া শুরু করি। এখন অনেকেই নিজ থেকে টাকা দেয়। আমরা খুজি না কারোর কাছে। কেউ এসে খরচ দিয়ে যায়, আবার কেউ যারা গ্রুপ টা চালায় তাদের প্রধানদের কাছে দেয়। ঐ টাকা থেকে যারা পরিশ্রম করে সারাদিন তাদের টিফিন করানো হয়৷ মানে সংস্হার টাকা থেকে যেটা লোকেরা দেয়। আবার একজন আছেন যিনি নিজ থেকেও নাকি খাওয়ান। মানে কিছু টাকা সংস্হার টাকা থেকে যেটা ত্রানের জন্য লোকেরা দেয় ঐটা থেকে টিফিনের জন্য, আর কিছু টাকা একজন ব্যক্তি নিজ থেকে টিফিনের জন্য দেন। আর যখন হিসেব করা হয় তখন হিসেবের মধ্যে সংস্হা থেকে যতটুকু টিফিনের জন্য খরচ হয় সেটাও লেখা হয়/ উল্লেখ করা হয়। আর আমাদের সংস্হার কোনো নাম নেই। দু চারজন মেইন। আমার প্রশ্ন
১) যেহেতু টাকাটা লোকেরা দেয় ত্রানের জন্য, আর যারা পরিশ্রম করে সারাদিন, তাদের টিফিনের জন্য সেখান থেকে টাকা খরচ করা জায়েজ হবে কিনা? ধরুন ২০,০০০ টাকা ত্রানের জন্য আসলো, দুহাজার টাকা যারা পরিশ্রম করেছে তাদের টিফিন করানো হলো, ঐটা জায়েজ হবে কীনা? জানাবেন।